বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে খুলনাকে দুইশো ছাড়ানো সংগ্রহ এনে দিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২০৪ রানের বড় টার্গেট তাড়ায় শুরুটা ভালো হয়নি এগারো বছর পর বিপিএলে প্রত্যাবর্তন ঘটা চিটাগাং কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। 

শামীম হোসেন পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিংয়ে একটা সময় চট্টগ্রামের নিভু নিভু আশা থাকলেও শেষ পর্যন্ত হারের ব্যবধানই কমেছে কেবল। ৩৭ রানের জয়ে বিপিএলে শুভসূচনা পেয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। 

আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলায় টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি গড়েছিল খুলনা টাইগার্স। জবাবে ১৬৬ রানে থেমেছে চিটাগাং কিংস। ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি শামীম পাটোয়ারী। 

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগাং কিংসের বোলারদের নাভিশ্বাস তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ান ওপেনার বোসিস্টো নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিই পেয়েছেন এদিন। ৫০ বলে ৭৫ রান করে ছিলেন অপরাজিত।

আরেক ব্যাটার মাহিদুল অঙ্কনই বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেকটা দূর। ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় করেন ৫৯ রান। চিটাগংয়ের হয়ে ২টি করে উইকেট তোলেন খালেদ আহমেদ এবং আলিস আল ইসলাম।

২০৪ রানের বড় টার্গেট। রান তাড়ায় চট্টগ্রামের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওসানে থমাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান! তবে এমন উপহার পেয়েও বাকি ৫ বলে আর ৩ রান যোগ হতেই ওপেনার নাইম ইসলামকে (১২) হারায় চট্টগ্রাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি।

৭৫ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় পড়ে চট্টগ্রাম। নাইমের পর পারভেজ হোসেন ইমন ১৩ এবং উসমান খানের ১৮ রান বাদে আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। সেখান থেকে পাল্টা লড়াই শুরু হয় শামীমের। ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩৮ বলে ৭টি চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় ৭ বল বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট চিটাগাং কিংস। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।