বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আত্মপ্রকাশের পর এটাই ঢাকার প্রথম ম্যাচ। যদিও মাঠে বসে নিজের দলের বড় হার দেখেছেন বাংলাদেশের চলচ্চিত্রের বড় তারকা শাকিব খান। প্রতিপক্ষ রংপুর রাইডার্সের কাছে হার ৪০ রানে। 

নুরুল হাসান সোহানের দলের কাছে পাত্তায় পায়নি শাকিব খানের দল। রংপুরের ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনোকিছুরই উত্তর ছিল না ঢাকার কাছে। এমন হারের পর অবশ্য দলটির অলরাউন্ডার আলাউদ্দিন বাবু জানালেন বিস্তারিত কারণ।

ম্যাচ শেষে বাবু বলেন, 'উইকেট খুবই ভালো ছিল আসলে। এর আগের ম্যাচেও কিন্তু এই রানটা অতিক্রম হয়েছে। তো উইকেটটা ভালো ছিল অবশ্যই। ব্যাটিংয়ে তানজিদ তামিমের উইকেট পড়ার পর কিন্তু নিয়মিতই আমাদের উইকেট পড়ে। ওই জায়গাটায় আমরা একটু পিছিয়ে গেছি।’ 

ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বাস উইকেট না হারালে জেতা সম্ভব ছিল তাদের, ‘হয়ত আমাদের উইকেট যদি না পড়ত, তাহলে এই রানটা অতিক্রম করে ফেলতে পারতাম। উইকেট অনেক বেশি ভালো ছিল আজকে।’ 

বাবু আরও বলেন, 'আজকে আমাদের মিডল অর্ডার ধসে পড়েছে। আসলে মিডল অর্ডারে কেউ রান করেনি বলে মনে হচ্ছে এরকম। যারা আছে তারা আসলে যথেষ্ট সামর্থ্যবান দেখেই এই দলে খেলে। ওখানে সোহান কিন্তু নিজেকে আগে প্রমাণ করেছে। তিন নম্বরে ব্যাটিং করে, শেষ টুর্নামেন্টেও দারুণ করেছে।’ 

যদিও এখনই নিজেদের দল নিয়ে মন্তব্য করতে রাজি নন আলাউদ্দিন বাবু ‘আমাদের যে বিদেশি ক্রিকেটাররা খেলে ওরাও কিন্তু দারুণ পারফর্মার। বিপিএলে প্রথম ম্যাচ দেখে হয়ত ক্লিক করতে পারেনি। টু আর্লি টু জাজ, আসলে প্রথম ম্যাচের পরই। এখনও ১১টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ঘুরে দাঁড়াব।'

নিজের ফর্ম নিয়ে বাবু বলেন, 'দেখুন এনসিএল টি-টোয়েন্টি যেটা আমরা খেললাম সিলেটে, সেটাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। ওখানকার পারফরম্যান্সটা কাউন্ট করে ঢাকা দল আমাকে বিপিএলে সুযোগ করে দেয়। প্রথমে তো আমাকে কেউ নেয়নি। পরবর্তীতে খুব ভালো বোলিং করার পর সুযোগটা মিলে। তাই চেষ্টা করেছিলাম যে ফর্মটা পেয়েছে সেই ফর্ম অনুযায়ী আপ টু দ্যা মার্ক যেন বোলিং করতে পারি। একটা ম্যাচ গেল, আশা করি আগামী ম্যাচগুলো আরও ভালো হবে।'

এসএইচ/জেএ