প্রত্যাশিত শুরুটাই পেয়েছে বিপিএলের বড় দল রংপুর রাইডার্স। বুদ্ধিদীপ্ত বোলিং, দারুণ ফিল্ডিং, আগ্রাসী ব্যাটিং কিংবা নুরুল হাসান সোহানের অধিনায়কত্ব– ঢাকার বিপক্ষে রংপুর ছিল পিকচার পারফেক্ট। আসরের উদ্বোধনী দিনেই ঢাকা ক্যাপিটালসকে তারা হারায় ৪০ রানে। 

নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রংপুরের বিদেশি কোচ মিকি আর্থার। যেখানে আরও একবার প্রশ্ন উঠলো সৌম্য সরকারের না থাকা নিয়ে। সঙ্গে দলে সুযোগ পাওয়া সাইফ হাসান নিয়েও এলো প্রশ্ন। দুই তারকার প্রশ্নে আর্থারের জবাব ছিল দুই রকম, ‘সৌম্য জিএসএলে আমাদের হয়ে দারুণ পারফর্ম করেছে। সেও সেই ফর্ম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধরে রেখেছিল। সে দারুণ করেছিল।’

গতকাল ৩৩ বলে ৪০ রান করে রাইডার্সদের বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন সাইফ হাসান। তাকে নিয়ে প্রশংসাই ঝরল মিকি আর্থারের কণ্ঠে, ‘সাইফের জন্য এটা সুযোগ। তিন নম্বরে সে ব্যাট করছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা তাকে যথেষ্ট দেখেছি। প্রথম দুই ম্যাচে সে খেলতে পারেনি। এরপর সে দলে এসেছিল। আমরা তার মাঝে অনেক প্রতিভা দেখেছি। সে খুবই ভালো খেলোয়াড়। সে একটা গিয়ারে ব্যাট করে। তাকে নিয়ে আমাদের ম্যাচ ম্যানেজমেন্ট করতে হবে। তবে তার অনেক প্রতিভা আছে। আমি সাইফকে নিয়ে অনেক আশাবাদী।’ 

তবে প্রতিষ্ঠিত দুই নামের পাশাপাশি রংপুরের ডেরায় আছে বাংলাদেশের উদীয়মান প্রতিভা আজিজুল হক তামিম। যাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত পুরো দেশের ক্রিকেটভক্তরা। যুব দলের ক্রিকেটার আজিজুল হাকিম তামিমকে নিয়ে আর্থার বলেন, ‘আমি তাকে দেখেছি, আমি খুবই মুগ্ধ হয়েছি তাকে দেখে। আশা করছি টুর্নামেন্টের কোন এক পর্যায়ে আমরা তাকে সুযোগ করে দিতে পারব। আমার কাছে... অবশ্যই আমরা বিপিএল জিততে চাই কিন্তু তাকে কিংবা অন্য কাউকে ভালো একজন ক্রিকেটার বানিয়ে দিয়ে যেতে পারলে আমার ভালো লাগবে। আমি মনে করি আমাদের এটা দায়িত্বও।’ 

 

নতুন এই তামিমকে নিয়ে মিকি আর্থারের পর্যবেক্ষণ, ‘তাকে দেখে মনে হয়েছে সে দারুণ একজন ক্রিকেটার। সে একজন নেতা, শিখতে বা ভালো করতে আগ্রহী, চেষ্টা করছে এবং কঠোর পরিশ্রম করছে। তাঁর মাঝে দারুণ সম্ভাবনা আছে। আশা করছি টুর্নামেন্টের কোন এক পর্যায়ে আমরা তাকে সুযোগ দিতে পারব।’ 

এসএইচ/জেএ