জয়ের জন্য শেষ ৫ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নেন ফাহিম আশরাফ। দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝোড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

৬১ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ১৭ বলে ২৭ রান করে আফ্রিদি ফিরলে ভাঙে ৫১ রানের জুটি। এই জুটিতে কিছুটা হলেও ম্যাচে ফেরে বরিশাল।

এরপর ফাহিম আশরাফকে নিয়ে কাউন্টার অ্যাটাকে যান মাহমুদউল্লাহ। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সমীকরণ মেলানোয় মনোযোগ দেন। তাতে সফল দুজনই। ২৬ বলে অপরাজিত ৫৬ রান করেছেন মাহমুদউল্লাহ। আর ফাহিমের ব্যাট থেকে এসেছে ২১ বলে ৫৪ রান।

ম্যাচ শেষে ফাহিম বলেন, 'প্রথমত, মোহাম্মদ ভাই (মাহমুদউল্লাহ) একজন জাদুকরী লোক। উইকেটে যাওয়ার পর আমার সঙ্গে তার প্রথম যখন কথা হয়, আমি জিজ্ঞেস করি কী হচ্ছে? তিনি বলেন, 'শুধু টিকে থাকো উইকেটে।' অভিজ্ঞতার বিষয়টিই এমন। আপনি যতই অভিজ্ঞ খেলোয়াড় হন শুরুতে আপনার কিছু মোটিভেশন দরকার পড়ে। এরপর আমরা দুজনেই নিজেদের স্নায়ুচাপের ওপর নিয়ন্ত্রণ আনি এবং সবকিছু অনেক সহজ হয়ে যায়।'

উইকেট নিয়ে ফাহিম বলেন, 'আমরা যখন প্রথম বোলিং শুরু করি, তখন আমি মনে করেছি এটা ১৫০-৬০ রানের পিচ। তবে ১০ ওভার পরে যখন স্লোয়ার বল কাজ করছিল না, তখন মনে হয়েছে এটি ১৭০ রানের পিচ। ইয়াসির অনেক ভালো খেলেছে। তবে দ্বিতীয় ইনিংসে পিচ আরও ভালো হয়ে যায়। পিচ অনেকটা ব্যাটিং সহায়ক হয়ে যায়। শুরুতে পিচ সফট ছিল, পরে সেটা শক্ত হয়ে যায়।'

এসএইচ/এইচজেএস