সিলেটের অধিনায়ক হয়ে যা বললেন আরিফুল
আজ থেকে মাঠে গড়িয়েছে বিপিএলের এগারোতম আসর। প্রথমদিনে ম্যাচ ছিল না সিলেট স্ট্রাইকার্সের। ম্যাচ না থাকলেও আজ অনুশীলন করেছেন সিলেটের ক্রিকেটাররা। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলটির অধিনায়ক আরিফুল হক।
জাকের আলি-জাকির হাসানের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা দলে থাকার পরও নেতৃত্বে আরিফুলের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই অলরাউন্ডার অধিনায়কত্বকে চাপ হিসেবে দেখছেন না।
বিজ্ঞাপন
আরিফুল বলেন, 'আমার কাছে চাপের নয়। তবে সবমিলিয়ে আমার মনে হয় দলে বিদেশি বা দেশি যত ক্রিকেটার আছেন সবাই বেশ ম্যাচিউর। আমার কাছে মনে হয় ওদের কাছে আমি সাহায্য পাব। ওদের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয় না এখানে চাপের কিছু আছে।'
দলের পরিকল্পনা নিয়ে আরিফুল বলেন, 'পরিকল্পনা তো কম বেশি থাকেই। ওরকম পরিকল্পনা কিছু নেই। সবার সাথে কথা বলব, আরও সময় আছে। কালকে আমাদের খেলা, আজকে কথা বলব। পরিকল্পনা আসলে হয়ে যাবে। ওইটা কোনও বড় ব্যাপার না। আমি জাতীয় লিগে নেতৃত্ব দিয়েছি। ১২ বছর ধরে বিপিএল চলছে, আমি বিপিএলে খেলছি। এটা যে প্রথমবার (নেতৃত্ব) সেটা আমার কাছে মনে হচ্ছে না।'
দলের বিদেশি ক্রিকেটারদের নিয়ে আরিফুল বলেন, 'সত্যি বলতে আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো। আমাদের লোয়ার অর্ডারে খুব ভালো ব্যাটার আছে, ওপেনার থেকে শুরু করে আমাদের বিদেশি ক্রিকেটাররাও ভালো। আমার কাছে মনে হচ্ছে আমরা ফাইনালের জন্য বা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি।'
এসএইচ/এইচজেএস