‘মুগ্ধ কর্নার’ পেয়ে উচ্ছ্বসিত বিপিএলের দর্শকরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসর আজ থেকে মাঠে গড়িয়েছে। আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিপিএল। আর টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন মাঠে দেখা যাবে নতুন কিছু উদ্যোগ।
তারই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধর স্মরণে বিপিএলের তিন ভেন্যুতে থাকবে মুগ্ধ কর্নার। যেখান থেকে বিনামূল্যে পানি পান করতে পারবেন দর্শকরা। আজ থেকেই দেখা গেল সেই চিত্র। মাঠের প্রবেশ পথেই সকল গেটের সামনে রয়েছে মুগ্ধ কর্নার। সবমিলিয়ে শের-ই বাংলায় এমন বুথ রয়েছে ১১টি।
বিজ্ঞাপন
বিনামূল্যে পানি খেতে পেরে দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। এর আগে সব বিপিএলে এক গ্লাস পানির মূল্য ছিল ১০ টাকা। এবার সেটা ফ্রিতে খেতে পারছেন দর্শকরা। টুর্নামেন্ট শুরুর আগেই এসব উদ্যোগের কথা জানিয়েছিল বিসিবি।
গতকাল বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, ‘আমরা এবার খুব যত্নবান থাকব দর্শকদের ব্যাপারে। ফ্রি পানির ব্যবস্থা করব। আগে যে জিনিসটা নিয়ে অনেক সমস্যা হত। সে জায়গায় পুষ্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।’
‘স্টেডিয়াম ঘিরে ৬টা বুথ থাকবে, অনেকগুলো কাউন্টার থাকবে। যেন প্রয়োজন অনুযায়ী সবাই সহজে পানি পেতে পারে। দর্শকদের কাউকেই পানির বোতল নিয়ে ঢুকতে হবে না। মুগ্ধর মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে জুলা-আগস্টের আন্দোলনে তাদের স্মরণ করছি।’
এসএইচ/এইচজেএস