একাদশে তামিমের খেলা নিয়ে যা বললেন সোহান
সবশেষ বিপিএলে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল রংপুর রাইডার্স। আসন্ন আসরের জন্যও শক্তিশালী দল গঠন করেছে তারা। রংপুরে অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সোহান বলেন, ‘রংপুর প্রতিবারই ভালো দল গড়ে। রংপুরের যারা সমর্থক আছে, তাদের একটা প্রত্যাশা আছে। ওই দায়িত্ব থেকে যে টুর্নামেন্টেই আমরা খেলি, অংশ নিই, চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। অবশ্যই আমার কাছে যে দায়িত্ব আছে, মাঠে তা পালন করার চেষ্টা করবো। যেটা বললাম রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। গত দুবারই আমরা কোয়ালিফায়ার খেলেছি। অবশ্যই চেষ্টা করবো ওটা পার হয়ে পরের ধাপে যাওয়ার।'
বিজ্ঞাপন
স্কোয়াড নিয়ে বেশ খুশি অধিনায়ক। সোহান বলেন, ‘যদি আমার কথা বলেন। আমি সবসময় যে দলের সঙ্গে থাকি বা নেতৃত্ব দেই, সবসময় চেষ্টা করি যে দল হিসেবে কতটুকু খেলতে পারি। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে মাঠে কীভাবে খেলছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
'ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকেই। অনেক বেশি অলরাউন্ডারও আমাদের দলে আছে। সবদিক থেকেই কম্প্যাক্ট। দল হিসেবে আমরা কতটা খেলতে পারছি এবং ওই অনুভূতিটা কত তাড়াতাড়ি গড়ে তুলতে পারছি এটা গুরুত্বপূর্ণ।'-যোগ করেন সোহান।
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে সোহান বলেন, ‘এটা আসলে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত হবে। সত্যি বলতে সৌম্য খুব ভালো ফর্মে ছিল। ওর জায়গায় তামিমকে লাস্ট এনসিএলে দেখেছি খুব ভালো শেপে আছে, ভালো ব্যাটিং করছে। টিম ম্যানেজমেন্ট উইকেট দেখার পর কালকে পরিস্থিতি অনুযায়ী যে টিম প্রেফার করে, ওটাই খেলবে।'
এসএইচ/এইচজেএস