কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে ভাবি না : থিসারা পেরেরা
ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। আজ আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ হতে অধিনায়কের নাম প্রকাশ করা হয়। পরবর্তীতে দলের প্রতিনিধি হয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন পেরেরা। সেখানে জানিয়েছেন দলের সক্ষমতা সম্পর্কে। পাশাপাশি লিটন দাস অধিনায়ক না হলেও তাকে নিয়েই থাকবে দলের গেম প্ল্যান।
পেরেরা বলেন, 'আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব অন্য দলগুলোকে। অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।'
বিজ্ঞাপন
পরে লিটনকে নিয়ে পেরেরা আরও বলেন, ' লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে।'
এদিকে ঢাকার অধিনায়ক পেরেরা বলছেন লোকাল ক্রিকেটারদের ভালো করা নিয়ে, 'মুস্তাফিজ, লিটন আরও অনেকেই। লোকাল স্টার অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দিবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।'
এসএইচ/এফআই