লিটন নয়, শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে যিনি
আর একদিন পরই শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল।
দলটির মাঠের বাইরের কার্যক্রমটাও চলছে বেশ জোরেশোরেই। এবার নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করল ঢাকা। শাকিব খানের দলে দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল তার নেতৃত্বেই খেলবে ঢাকা।
বিজ্ঞাপন
তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।
এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলার মাঠে অনুশীলনও করছে ঢাকা দল। লিটন ছাড়াও দলটিতে রয়েছেন বাংলাদেশি একাধিক তারকা ক্রিকেটার।
ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড
দেশি খেলোয়াড়:
মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান
বিদেশী খেলোয়াড় :
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।
এসএইচ/এফআই