টি-টোয়েন্টি জ্বরের মাঝেই জ্যোতিদের ম্যারাথন ইনিংস
টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল নিয়ে ব্যস্ত পুরো ক্রিকেটাঙ্গন। সমর্থকরা যখন টি-টোয়েন্টি জ্বরে আক্রান্ত, অপরপ্রান্তে টেস্টে একের পর এক ম্যারাথন ইনিংস খেলছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রথমবারের মতো চলছে মেয়েদের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। যেখানে এ নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিসিএলের প্রথম রাউন্ডে তিনি ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। এর মাধ্যমে নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান জ্যোতি। সেই রান টপকে জাতীয় দলের সতীর্থ মুর্শিদা খাতুন করলেন ১৭০ রান। তার চেয়ে এক রান বেশি করে (১৭১) আবারও সর্বোচ্চ ব্যক্তিগত রানের কীর্তি নিজের দখলে নিয়েছেন জ্যোতি।
বিজ্ঞাপন
আজ (শনিবার) রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের তিন দিনব্যাপী দ্বিতীয় রাউন্ডের খেলা ড্র হয়েছে। তিন দিনের খেলা শেষ হলেও পূর্ণ হয়নি দুই ইনিংসও। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয়। ম্যাচ সমতায় শেষ হওয়ার আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫২৮ রান করে মধ্যাঞ্চল। তাদের হয়ে সেঞ্চুরি করেছেন মুর্শিদা ও জ্যোতি। এর আগে পূর্বাঞ্চলের ওপেনার দিলারা দোলা সেঞ্চুরি করেছিলেন।
এদিন খেলতে নেমে মধ্যাঞ্চলের ওপেনার মুর্শিদা দেড়শ রানের মাইলফলকে পৌঁছান ২৬৩ বলে। পরে ফাহিমা খাতুনের বলে এলবিডব্লু আউট হওয়ার ২৮৬ বল মোকাবিলায় ২৩টি চারে ১৭০ রানে থামে তার ইনিংস। জ্যোতির সঙ্গে মুর্শিদা তৃতীয় উইকেট জুটিতে ২২৮ রান যোগ করেন। মাঝে মধ্যাঞ্চল উইকেট হারালেও, একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক জ্যোতি। তিনি আরও দুটি কার্যকর জুটি গড়েন শারমিন আক্তার ছোঁয়া ও নাহিদা আক্তারের সঙ্গে। শেষ পর্যন্ত ৩২২ বলে ১৮টি চারে জ্যোতি করেন ১৭১ রান।
প্রসঙ্গত, আগামী সোমবার (৩০ ডিসেম্বর) থেকে পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। উদ্বোধনী দিন হবে দুটি ম্যাচ। ৭ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগের মতোই ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিন ভেন্যুতে হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
এএইচএস