চলমান বিপিএলে পাকিস্তানি তারকা শাহিন আফ্রিদি এসেছেন। খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে। আজ শনিবার মিরপুর শের-ই বাংলার একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছেন শাহিন। পরে সংবাদ সম্মেলনও করেছেন তিনি। জানতে চাওয়া হয়, বিপিএলের প্রথম দিন অনুশীলন আর বিপিএলের আদ্যোপান্ত নিয়ে।

সেখানেই কথা প্রসঙ্গে শাহিন জানালেন জানালেন তামিম ইকবালের ফোন কলে সাড়া দিয়েই এসেছেন বিপিএলে। বরিশালের দুর্গে নিজের আগমন নিয়ে বলেন, ‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত।'

খেলার পরিবেশ নিয়ে পাকিস্তানি এই তারকার মন্তব্য 'আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারব।’

বিপিএল নিয়ে পরে শাহিন আফ্রিদি বলেন, ‘আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলব। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারব।’

টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়া প্রশ্নে শাহিন বলেন, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’ 

এসএইচ/জেএ