‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’, পান্তের ওপর ক্ষুব্ধ গাভাস্কার
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ঋষভ পান্তের আউটের ধরন নিয়ে বেজায় ক্ষেপেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ৩৭ বলে ২৮ রান করে দিনের শুরুতেই আউট হয়ে যান এই উইকেটরক্ষক ব্যাটার। ফাইন লেগে স্কুপ শট খেলতে পছন্দ করেন পান্ত, সেটি বিবেচনায় রেখেই অস্ট্রেলিয়া সেখানে দুজন ফিল্ডার রাখে। স্কট বোল্যান্ডের বলে সেখানেই ক্যাচ দিয়ে বসেন এই ভারতীয় তারকা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টেস্টের দ্বিতীয় দিনের শেষদিকে বিপর্যয়ে পড়ে ভারত। ৫ উইকেটে ১৬৪ রান করে তারা দিনের খেলা শেষ করে। ক্রিজে ছিলেন পান্ত ও রবীন্দ্র জাদেজা। সেই সময়ে বড় পার্টনারশিপই দরকার ছিল সফরকারী রোহিত শর্মার দলের। কিন্তু পান্তের বিদায়ে ভারতীয় শিবির হতাশায় ডোবে। আজ (শনিবার) তৃতীয় দিনের দশম ওভারেই স্কুপ শট খেলতে গিয়ে আউট এই বাঁ-হাতি ব্যাটার।
বিজ্ঞাপন
সেই সময় সাবেক ভারতীয় অধিনায়ক গাভাস্কার ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার এবিসি রেডিও’র সঙ্গে। পান্তের আউটের ধরন দেখে ক্ষুব্ধ এই ধারাবিশ্লেষক বলে উঠেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড। তোমার জন্য সেখানে দুজন ফিল্ডার রাখা হয়েছে, তবুও তুমি সেখানেই শট খেলতে গেলে, এর আগের শটও তুমি মিস করেছ। এবার দেখো কোথায় ক্যাচ দিয়েছ। ডিপ থার্ডে ক্যাচ হয়েছে এটি। নিজ থেকেই উইকেট উপহার দিয়ে এলে।’
— ABC SPORT (@abcsport) December 28, 2024
‘ভারত এই মুহূর্তে এমন শট খেলার পরিস্থিতিতে নেই। তোমারও সেই পরিস্থিতি বোঝা দরকার ছিল। এটি ন্যাচারাল খেলা বলে না। আমি দুঃখিত, এটি কোনো ন্যাচারাল গেম নয়। এটি একটি স্টুপিড শট। এটি তোমার দলকে আরও বিপদে ফেলে দিয়েছে’, আরও যোগ করে গাভাস্কার।
আরও পড়ুন
পরে স্টার স্পোর্টসের আলোচনায়ও একই বিষয় নিয়ে কথা বলেছেন সুনীল গাভাস্কার, ‘আমি আগেই ভাবছিলাম যে, যখন সেখানে (ফাইন লেগ) কোনো ফিল্ডার ছিল না, তখন সেখানে শট খেলার চেষ্টা করা যায়। কারণ তোমার সেখানে খেলার ভালো সুযোগ আছে। সেই শটটি লেগ কিংবা অফসাইডেও হতে পারত, তখন আউট হলে তুমি সেটাকে ভাগ্য খারাপ বলতে পারো। কিন্তু শট নির্বাচনটা ছিল ভয়াবহ (খারাপ)। কারণ ওই সময় দুজন ফিল্ডার রাখা হয়েছিল স্কয়ার লেগ এবং ডিপ পয়েন্টে।’
পান্তের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি জাদেজাও। তবে ২২১ রানেই ৭ উইকেট হারানো ভারতকে খাদ থেকে টেনে তুলেছেন নিতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন নিতীশ। ১৭৬ বলে ১০টি চার ও এক ছক্কায় ১০৫ রানে তিনি দিন শেষেও অপরাজিত আছেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়া সুন্দরও ফিফটি করেছেন, আউট হয়েছেন বরাবর ৫০ রানে। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৫৮ রান, এখনও তারা অস্ট্রেলিয়ার চেয়ে ১১৬ রানে পিছিয়ে।
এএইচএস