কোহলি-কনস্টাসের বিরোধে যার দায় দেখছেন ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান
দুদিন ধরে ‘টক অব দ্য ক্রিকেট’–এ পরিণত হয়েছে বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের মুখোমুখি অবস্থানের বিষয়টি। যার শুরুটা হয়েছে কোহলি অভিষিক্ত অজি ওপেনারকে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার ঘটনায়। ওই ঘটনায় ইতোমধ্যে ভারতীয় তারকা ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। কোহলি-কনস্টাসের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতীয় তারকাকেই দায় দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নিক হকলি।
এ নিয়ে তিনি কথা বলেছেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসইএন রেডিও’র সঙ্গে। সিএ প্রধান হকলি বলেন, ‘এটি মোটেও ভালো কিছু নয়। আমার মতে ক্রিকেট মাঠে কোনো ধরনের শারিরীক সংঘর্ষই কাম্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয় এটি। বিরাট এর দায় নিয়েছে এবং এর বাইরে যথেষ্ট পরিপক্বতা দেখিয়েছে স্যাম কনস্টাসও। সে যেভাবে মাঠের বাইরে এসে বিষয়টি ঝেড়ে ফেলেছে এটি প্রশংসাযোগ্য।’
বিজ্ঞাপন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় কোহলিকে তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়েছে আইসিসি। তবে তার ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টকে যথেষ্ট বলে মনে করেন না ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই। এ প্রসঙ্গে সিএ প্রধান হকলির ভাষ্য, ‘আমি মনে করি ম্যাচ অফিসিয়ালদের বিষয়। এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা সবাই অনেক অভিজ্ঞতাসম্পন্ন। এ ছাড়া বিরাট নিজেও এই ঘটনায় নিজের দায় ও শাস্তি মেনে নিয়েছে।’
আরও পড়ুন
ক্রিকেট ম্যাচে অবশ্য কোহলির এমন বিরূপ আচরণ নতুন নয়। এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিনি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ভাল লাগে। কারণ ওদের বিপক্ষে নিজেকে শান্ত রাখা মুশকিল। মাঠে ঝগড়া (তাদের তাতিয়ে দিতে) করতে আমি পিছপা হই না। এগুলো আমাকে উত্তেজিত করে। নিজের সেরাটা দিতে পারি আমি।’ যদিও এই টেস্টে নিজের সেরাটা দিতে পারেননি কোহলি। থিতু হয়েও চলমান মেলবোর্ন টেস্টে তিনি আউট হয়ে যান ৩৬ রান করে।
— SEN Cricket (@SEN_Cricket) December 26, 2024
আজ দ্বিতীয় দিন শেষে ভারতও পিছিয়ে আছে। ৫১ রানে ২ উইকেট পড়ার পর কোহলি ও যশস্বী জয়সওয়াল মিলে গড়েন ১০২ রানের দারুণ এক জুটি। পরে দুজনের ভুল বোঝাবুঝিতে ৮২ রানে আউট হয়ে যান জয়সওয়াল। যার পক্ষে-বিপক্ষেও আলোচনা শুরু হয়েছে। এদিকে, কোহলির ৩৬ ও লোকেশ রাহুলের ২৪ রান বাদে আর বলার মতো কেউ রান পাননি। অবশ্য দিন শেষে ক্রিজে অপরাজিত আছেন রিষাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। ৫ উইকেটে ১৬৪ রানে দিনের খেলা শেষ করেছে ভারত। এখনও তারা অজিদের চেয়ে ৩১০ রানে পিছিয়ে।
এর আগে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যে সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি। আজ সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন। আউট হয়েছেন ১৪০ রান করে। এ ছাড়া আগেরদিন তিন ফিফটি ও আজ প্যাট কামিন্সের ৪৯ রানের সুবাদে অস্ট্রেলিয়া বড় ৪৭৪ রানের পুঁজি পেয়ে যায়।
এএইচএস