বিসিবির কোনো দায়িত্বে না থাকায় হালকা লাগছে সুজনের
দেশের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। এরপর থেকে অনেকটা আড়ালেই ছিলেন সুজন। বিপিএল দিয়ে আবারও ফিরছেন তিনি।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। আজ (বৃহস্পতিবার) থেকে দলটির অনুশীলন শুরু হয়েছে। মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ সুজন। জানিয়েছেন ক্রিকেট বোর্ডের কোনো পদে না থাকায় হালকা লাগছে।
বিজ্ঞাপন
সুজন বলেন, ‘হালকা তো অবশ্যই লাগছে। স্বার্থের সংঘাত কোনো সময় ছিল বলে আমি মনে করি না। আমি যদি সৎ থাকি, তাহলে কাজ করলে সেটা সমস্যা হয় না। বোর্ডে একসময় আমাকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি সেটা নিইনি।’
আরও যোগ করেন, ‘কারণ আমি বিপিএল ও প্রিমিয়ার লিগে কাজ করি। আমি ডেভেলপমেন্টের প্রধান ছিলাম। সেখানের ক্রিকেটাররা বেশিরভাগই প্রিমিয়ার লিগ বা বিপিএল খেলে না। তাই স্বার্থের সংঘাতের সুযোগ ছিল কম। তবে এটাকে অনেকে সেভাবে রস দিয়েছে, বানিয়েছে। তাই অনেক কথা হয়েছে।’
বিসিবির নতুন করে এখনো স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেনি। এ নিয়ে জানতে চাইলে সুজন বলেন, ‘আমার মনে হয় আমি তো শেষ বোর্ডে কবে আসছিলাম ভুলে গেছি আসলে। অনেকদিন পর বোর্ডে আসলাম। আমি তো বাসায় পত্রিকা রাখি না। নিউজ দেখি না। ফেসবুক থেকে বাইরে। ইউটিউবে মাঝে মাঝে কন্টেন্ট দেখি। তো যেটা হয় ওইটাই জানি। এটা নিয়ে আপনি ভালো বলতে পারবেন। প্রতিদিন আসো, তোমাদের এখানে কাজ থাকে।’
‘অবশ্যই তারা চেষ্টা করছে প্রপারলি ভালোভাবে যেই স্বপ্ন নিয়ে তারা দেখতে চেয়েছিলেন। আমরা হয়তোবা ভালো করতে পারিনি, সেটা করার কথা ভালোভাবে। কিন্তু কে কোন কমিটির দায়িত্ব পেয়েছে সেটা আমি বলতেও পারব না। বিশ্বাস করি, যেই আসবে সে ভালোভাবে চালাবে। আমি বলতে পারব না, এটা আমার পার্ট না। আমার উত্তর দেওয়ার প্রশ্নই আসে না। অনেক বিচক্ষণ লোকেরা ক্রিকেট বোর্ডে আছেন। তারা ভালো বলতে পারবে, কোনটা বণ্টন করার সঠিক সময়।’
এসএইচ/এফআই