নিজের ভুল স্বীকার করে পিচকেও দুষলেন কোহলি
টেস্ট ক্রিকেট দীর্ঘদিন ধরে রানখরায় বিরাট কোহলি। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি পেলেও আবারও ব্যর্থতার বৃত্তে আটকে গেছেন। কেন ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না? কোহলি অকপটেই মেনে নিচ্ছেন, তার নিজেরই ভুল হচ্ছে। ব্যাটিংয়ে গোলমাল হয়ে যাচ্ছে।
মেলবোর্নে বক্সিং ডে’র মহারণের আগে সম্প্রচারকারী সংস্থার তরফে সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিরাট কোহলিকে তার ফর্ম নিয়ে প্রশ্ন করেন। তাতে কোহলির বক্তব্য, ‘যেভাবে চেয়েছিলাম শেষ দু-তিনটি ইনিংসে সেভাবে খেলতে পারিনি। পিচে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারিনি। আসলে এটাই টেস্ট ক্রিকেটের আসল চ্যালেঞ্জ।’ আরও যোগ করেন, ‘আমার ভাবনাটা হলো পিচে থিতু হও। সেজন্য যত বল লাগে লাগুক। তবে পরিস্থিতিকে সম্মান করাটা জরুরি।’
বিজ্ঞাপন
চলতি সিরিজে রান না পাওয়ার জন্য ঘুরিয়ে পিচকেও খানিকটা দোষারোপ করেছেন কিং কোহলি। তিনি বলছিলেন, ‘আসলে এবারে অস্ট্রেলিয়ার পিচগুলো আগের তুলনায় অনেক জীবন্ত। এখানে অন্যরকমভাবে ব্যাট করা দরকার। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই আপনি যখন দেশের হয়ে খেলেন একটা প্রত্যাশা থাকে। আমি যেহেতু এতদিন ধরে খেলছি আমার প্রতি প্রত্যাশা বেশি। সেসব নিয়ে ভাবতে গেলেই সমস্যা বাড়ে। আমি বরাবর ক্রিকেটীয় শৃঙ্খলায় বাড়তি নজর দিই। আর সেটাই আমাকে সাফল্য এনে দেয়। তবে এটা নিয়েই আমি গর্ববোধ করি।’
প্রসঙ্গত, ২০২০ সালের পর কোহলি ৫৬ ইনিংসে মাত্র ১৯৬৪ রান করেছেন। গড় মাত্র ৩১.৬৭। কোহলি যে মানের ক্রিকেটার সেই হিসাবে এটা একেবারেই নগণ্য। চলতি সিরিজেও কথা বলছে না কোহলির ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ ৩ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২১ রান।
এফআই