গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। তবে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা ছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের। যদিও ঘরোয়া ক্রিকেটের নতুন সংযোজনের আসরটায় ছিলেন না বিসিবি সভাপতি। 

শেষ মুহূর্তে কেন কেন তিনি আসতে পারেননি, সেটার ব্যাখ্যা ম্যাচ শেষে দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। ফাইনাল শেষে গণমাধ্যমকে বিসিবির চিফ কো-অর্ডিনেটর নান্নু বলেন, ‘আসার কথা ছিল। আমি যতটুকু জানি যে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হয়েছে বা দেরি হওয়ার কারণে তিনি ম্যাচটা দেখতে পারেননি। এটার জন্য ছিলেন না তিনি।’

ফাইনাল ম্যাচ কেমন হলো প্রশ্নে নান্নু বলেন, ‘(এনসিএল টি-টোয়েন্টি) ১০০ দেওয়া যাবে না। ১০০ তে ৯০ দিতে হবে। কারণ, ফাইনাল ম্যাচটা উইকেটের স্ট্যান্ডার্ডের কারণে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এখানে প্রতিদিন দুই জায়গায় চারটা করে ম্যাচ হয়েছে। তো সেই হিসেবে অনেকটা চ্যালেঞ্জিং ছিল এই উইকেটটা।’ 

এরপরেও কিছুটা সন্তুষ্টির ভাব শোনা গেল বিসিবি চিফ কো-অর্ডিনেটরের গলায়, ‘সব মিলিয়ে তারপরও আমি বলব, উইকেটটা যতটুকু চ্যালেঞ্জিং ভেবেছিলাম, তার থেকে যথেষ্ট ভালো আচরণ করেছে। যদিও ফাইনাল ম্যাচটা লো স্কোরিং হয়েছে।’

এনসিএল টুর্নামেন্ট নিয়ে নান্নু বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, অনেক ফিডব্যাক আছে। অনেক খেলোয়াড়কে নির্বাচক প্যানেল জায়গা করে দিয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট যদি চালিয়ে যেতে পারি, ইনশা আল্লাহ টি-টোয়েন্টি সংস্করণে যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারব।’

এসএইচ/জেএ