নাটকীয়তা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, যা বলছে ভারত-পাকিস্তান
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হওয়ার পর আজ (মঙ্গলবার) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। তার আগে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত-পাকিস্তান।
১৯৯৬ সালের পর দীর্ঘ অপেক্ষা ফুরোতে যাচ্ছে পাকিস্তানের। লম্বা সময় পর ২০২৫ সালে তাদের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। তবে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই এবং পাকিস্তানের তিনটি ভেন্যু মিলিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। অনেক নাটকীয়তার পর সূচি ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
বিজ্ঞাপন
পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সমতা ও সম্মানের ভিত্তিতে যে চুক্তি (আগামী তিন বছর হাইব্রিড মডেলে আইসিসির টুর্নামেন্ট আয়োজন) হয়েছে, তাতে আমরা আনন্দিত। সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে স্পিরিট প্রদর্শন করাই ক্রিকেটের আসল রূপ।’ এর আগে এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হলে, ভারতও যেন পরবর্তী তিন বছর তাদের মাটিতে হতে যাওয়া বৈশ্বিক প্রতিযোগিতা একই মডেলে আয়োজন করে সেই দাবি তোলে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাতে সম্মতি দিয়েছে।
আরও পড়ুন
পাকিস্তানের তিনটি ভেন্যু লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। অন্যদিকে, ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। এই আয়োজন নিয়ে মহসিন নাকভি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন পাকিস্তানের জন্য বড় মাইলফলক। এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমাদের নিবেদন এবং বড় টুর্নামেন্ট আয়োজনে সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাব। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবাইকে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বিখ্যাত আতিথেয়তার স্বাদও সবাইকে দিতে চাই।’
এদিকে, আসর শুরুর দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বহুল কাঙ্ক্ষিত হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আসন্ন টুর্নামেন্টের সূচি ঘোষণায় সংক্ষেপে প্রতিক্রিয়া দেখিয়েছেন বিসিসিআই সচিব ও বর্তমানে আইসিসির সভাপতি জয় শাহ। তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক রোমাঞ্চিত।’
গ্রুপ পর্বের পর একটি সেমিফাইনাল ম্যাচও রাখা হয়েছে দুবাইতে। ভারত সেমিতে উঠলে ৪ মার্চ দুবাইতে সেই ম্যাচটি খেলবে। এরপর লাহোরে ৫ মার্চ হবে দ্বিতীয় সেমিফাইনাল। একইসঙ্গে ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি বিবেচনায় রয়েছে মধ্যপ্রাচ্যের শহরটি। ভারত ফাইনালে উঠলে ৯ মার্চ ফাইনাল হবে দুবাইতে, অন্যথায় পাকিস্তানেই থাকছে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
এদিকে, ভারত-পাকিস্তানের চুক্তি অনুসারে— ২০২৭ সাল পর্যন্ত রোহিত শর্মার দেশও যেকোনো আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করবে। অর্থাৎ, পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে। ২০২৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ পুরুষ বিশ্বকাপ শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে ভারত। অন্যদিকে, মেয়েদের ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক পাকিস্তান।
এএইচএস