বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর আর মাত্র ৬ দিন বাকি। তার আগে নিজেদের প্রধান কোচ হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদকে নিয়োগ দিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করেছে। তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়দের দলটি নতুন নাম নিয়ে ৫ বছর পর এবারের বিপিএলে অংশ নিচ্ছে।

বিবৃতিতে দুর্বার রাজশাহী জানায়, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইজাজ আহমেদ আসন্ন বিপিএলে আমাদের প্রধান কোচের দায়িত্ব নেবেন। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে এই আসরের।’ প্রথমবার বিপিএলে কোনো দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ইজাজ। এর আগে তিনি পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলে ইমরান খানের নেতৃত্বে খেলেছেন।

পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইজাজ আহমেদ সবমিলিয়ে ৩১০টি ম্যাচ খেলেছেন। ১৯৮৭–২০০১ সময়কালে ৬০ টেস্ট ও ২৫০ ওয়ানডেতে ৯৮৭৯ রান করেছেন তিনি। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইজাজ ১৯৯৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া পাকিস্তানের স্কোয়াডেও ছিলেন। অন্যদিকে, কোচিং ক্যারিয়ারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল, পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স এবং পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ইজাজ।

প্রসঙ্গত, এবারের বিপিএলে তুলনামূলক দুর্বল দলই গড়েছে দুর্বার রাজশাহী। অভিজ্ঞদের মধ্যে তাসকিন আহমেদ, বিজয়, শফিউল ইসলাম ছাড়া ইয়াসির আলি রাব্বি, জিসান আলম ও আকবর আলির মতো তরুণ আছেন তাদের স্কোয়াডে। ৩০ ডিসেম্বর শুরু হয়ে এবার প্রায় দেড় মাসব্যাপী বিপিএল চলবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজশাহী ছাড়াও এবারের বিপিএলের বাকি ৬টি দল হচ্ছে— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

২০২৫ বিপিএলে রাজশাহীর স্কোয়াড :
তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, মোহাম্মদ হারিস, বিলাল খান, সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

এএইচএস