গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই অলরাউন্ডার বেশ অনেকটা দিন ধরেই ব্যস্ত আছেন ইনজুরি এবং পুনর্বাসনের এই চক্রে। গ্লোবাল টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে পরবর্তীতে শেষের কয়েকটি ম্যাচ রংপুর রাইডার্সের হয়ে আর খেলা হয়নি তার। সময় কাটাতে হয়েছিল ডাগআউটে বসে। 

দেশে ফেরার পর অবশ্য বসে থাকেননি তিনি। ব্যাক সাইডের সেই ইনজুরির জন্য নিয়মিত করছেন অনুশীলন। ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় সাইফউদ্দিনকে। মূলত রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। ট্রেনার হিসেবে ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফউদ্দিন। 

তবে আশার কথা, বর্তমানে পুরোপুরি ফিট টাইগার এই অলারাউন্ডার। সবকিছু ঠিক থাকলেই বিপিএল দিয়ে আবারো মাঠের ক্রিকেটে ফিরবেন সাইফউদ্দিন। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার ইফতি। তিনি বলছিলেন, ‘সাইফউদ্দিন এখন ভালো আছে। ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই ও থাকবে। পুরোপুরি রিদমেই পাওয়া যাবে তাকে। বোলিং বলেন বা ব্যাটিং বলেন।’ 

গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাইফুদ্দিন। টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েছিলেন। প্রত্যাবর্তনটা তিনি রাঙিয়েছেন ব্যাট-বলে অবিশ্বাস্য পারফরম্যান্সে বরিশালের বিপিএল শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে। এবার রঙপুরের জার্সিতে শিরোপা জেতার দিকে মন থাকছে এই অলরাউন্ডারের। 

এসএইচ/জেএ