অশ্বিনের বিকল্প হিসেবে ভারতীয় দলে কে এলেন?
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই অবসরের ঘোষণা দিয়ে চমক দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে চতুর্থ এবং পঞ্চম টেস্টে শূন্যতা ছিল ভারত দলে। সেটা পূরণ করতে এবার নতুন একজনকে দলে ডাক দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। অশ্বিনের বদলে ম্যান ইন ব্লু-দের স্কোয়াডে যুক্ত হয়েছেন তনুশ কোটিয়ান। মুম্বাইয়ের এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারত দলে অশ্বিন পরবর্তী যুগের প্রথম সংযোজন।
বর্তমানে মুম্বাইয়ের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলছেন কোটিয়ান। মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করে এসেছেন। তাই দ্রুতই রওনা হওয়ার জন্য ভিসা পেতে কোনও সমস্যা হবে না।
বিজ্ঞাপন
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলেছেন কোটিয়ান। ব্যাট হাতে ১ হাজার ৫২৫ রান করেছেন। ৪১ এর বেশি গড়ে পার করেছেন মৌসুম। ২ সেঞ্চুরির সঙ্গে ছিল ১৩ ফিফটি। ২৫.০৭ গড়ে নিয়েছেন ১০১টি উইকেট। এর আগে মুম্বাইয়ের রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন। ভারতের সর্বোচ্চ ঘরোয়া এই আসরের সেরা ক্রিকেটারও হয়েছিলেন।
গত বারের রঞ্জিতে ৪১.৮৩ গড়ে ৫০২ রান করার পাশাপাশি ২৯টি উইকেট নিয়েছিলেন কোটিয়ান। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫০০ রান ও ২৫ উইকেটের চক্র পূরণ করছেন। অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে ম্যাচেও খুব একটা মন্দ ছিল না স্কোর। ৪৪ রান করেছিলেন। পেয়েছিলেন ১ উইকেট। ইরানি কাপেও ছিল চোখে পড়ার মতো পারফরম্যান্স। সেখানেও মুম্বাইকে শিরোপা জিতিয়েছেন তনুশ।
অশ্বিনের বিকল্প বিবেচনায় আপাতত তার দিকেই নজর ভারতের। মূলত ২২ বছর বয়েসী মানব সুতার এবং তনুশ কোটিয়ানের দিকেই নজর ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৩১ বছর বয়েসী সৌরভ কুমার বয়সের বিবেচনায় খানিকটা পিছিয়ে থাকছেন বলেই জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফো।
আরও পড়ুন
চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋশাভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রাসিধ কৃষ্ণা, হারশিত রানা, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, দেবদূত পাডিক্কাল এবং তনুশ কোটিয়ান।
জেএ