বিপিএল মিউজিক ফেস্টে যা বললেন বিসিবি সভাপতি
বিপিএলের এবারের আসরের ব্যাট-বলের লড়াই শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। আজ মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিপিএলের আসন্ন আসরের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিসিবি সভপতি ফারুক আহমেদ। নিজের বক্তব্যে বিপিএল নিয়ে আশার কথা শুনিয়েছেন বিসিবি বস।
বিজ্ঞাপন
ফারুক আহমেদ বলেন, ‘খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা যে ফাইনালি ২০২৫ এর বিপিএলের খুব কাছাকাছি। খেলা শুরু হবে আপনারা সবাই জানেন ৩০ তারিখ। আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার।’
ফারুক আরও জানান, ‘আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা যেন খুব ভালোভাবে অংশ নেয়।’
বিপিএলের এবারের আসরের অনেক কিছুতেই থাকছে জুলাই বিপ্লবের ছাপ। আজকের অনুষ্ঠানেও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। নতুন বাংলাদেশের মতোই বিপিএলেও নতুনত্ব আসবে এমনটাই আশা ক্রীড়া উপদেষ্টার।
আসিফ বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এসএইচ/এইচজেএস