আগেই বলা হয়েছিল, রাত সাড়ে ৮টা নাগাদ মঞ্চে উঠবেন রাহাত ফাতেহ আলী খান। উপমহাদেশের সঙ্গীত কিংবদন্তীর সুরের জাদুতে হারিয়ে যেতে ভক্তদের তর যেন সইছিল না। 

মাইলসের পরিবেশনার পর দীর্ঘক্ষণের ছেদ। একটা শোরগোল পড়ে গেল যেন। তারপর শুরু হলো অপেক্ষা। অপেক্ষার প্রহর দীর্ঘ হতেই থাকল। এ অপেক্ষা যেন শেষ হচ্ছিল না।

টুংটাং শব্দ অতঃপর আতশবাজির জমকালো প্রদর্শনী। যেন সুরের জাদুকরকে বরণে সব আয়োজন! বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণ রাহাত ফাতেহ আলী খান। মিরপুর শের-ই-বাংলার মঞ্চে যতক্ষণে উঠলেন, ঘড়িতে সময় ৯ টা ছুঁই ছুঁই।

উপস্থাপক ঘোষণা করলেন, লেডিস এণ্ড জেন্টেলম্যান উস্তাদ রাহাত ফাতেহ আলী খান! সারা স্টেডিয়াম যেন হইহই করে উঠল।

সানাইয়ের সুরে প্রথমে কিছুক্ষণ মুগ্ধতা ছড়ালেন। এরপর মূল পরিবেশনা। পাকিস্তানের জনপ্রিয় এ সংগীতশিল্পী ঘণ্টারও বেশি সময় গান পরিবেশনের কথা রয়েছে। তার সঙ্গে রয়েছেন তার ছেলে শাজমান খান।

এর আগে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া মিউজিক ফেস্টে একে একে গান পরিবেশন করেছেন সংগীতশিল্পী রাফা, জেফার, মুজা ও সঞ্জয়।

এফআই/এইচজেএস