মেলবোর্নে পিচ বিতর্ক– দুই দলের অনুশীলনে কেন ভিন্ন ভিন্ন উইকেট
অস্ট্রেলিয়ার মাটিতে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার বোর্দার-গাভাস্কার সিরিজ। দ্বিপাক্ষিক লড়াইয়ের বাইরেও এই সিরিজের ওপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য। তিন ম্যাচ শেষে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। বাকি দুই ম্যাচ তাই বিশেষ গুরুত্ব বহন করছে দুই পক্ষের জন্যেই।
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগে অনুশীলন থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে মেলবোর্নে অনুশীলন চলাকালে দুই দলকে দুইটি আলাদা রকম পিচ দেওয়া হয়েছে। এই ঘটনায় বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের গণমাধ্যম ও ক্রিকেট ভক্তরা।
বিজ্ঞাপন
মেলবোর্ন টেস্টের আগে শনিবার ও রবিবার অনুশীলন করে ভারতীয় দল। সেখানে তাদের যে পিচ দেওয়া হয়েছিল তার বাউন্স খুব কম ছিল। পিচের ছবি দেখে বোঝা যাচ্ছিল, বেশ কয়েকটি জায়গা কালো হয়ে গিয়েছে। অর্থাৎ, ভারতকে যে পিচ দেয়া হয়েছিল তা নতুন পিচ নয়।
— Vishal. (@SPORTYVISHAL) December 23, 2024
পিচ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পেসার আকাশ দীপ। ভারতীয় গণমাধ্যমে অনুশীলনের পিচ নিয়ে তার মন্তব্য, ‘দেখে মনে হচ্ছিল ওটা সাদা বলের উইকেট। বাউন্স ছিল না। পিচে অনেক ফাটল ছিল। পেসারদের খুব পরিশ্রম করতে হয়েছে। ম্যাচে যে উইকেট থাকে তার সঙ্গে এই উইকেটের অনেক তফাত।’
সোমবার অনুশীলন ছিল না ভারতের। সে দিন অনুশীলন করে অস্ট্রেলিয়া। দেখা যায়, পিচ বদলে গিয়েছে। অনেকটা নতুন পিচেই অনুশীলন করে অস্ট্রেলিয়া। তাতে ফাটল ছিল না। বলের গতি ও বাউন্সও অনেক বেশি ভারতের অনুশীলনের। দু’টি পিচের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন
এই বিতর্কের মাঝে মেলবোর্নের পিচ প্রস্তুতকারক ম্যাট পেগ জানিয়েছেন, এটি খুব সাধারণ একটি ঘটনা। টেস্ট শুরুর তিন দিন আগেই অনুশীলনে নতুন উইকেট দেওয়া হয়। তিনি বলেন, ‘ভারত আমাদের আগেই জানিয়েছিল কবে অনুশীলন করবে। আমরা সাধারণত ম্যাচ শুরুর তিন দিন আগে অনুশীলনে নতুন উইকেট দেয়া হয়। সেটাই এ বারও করা হয়েছে। এতে অস্বাভাবিক কিছু নেই।’
জেএ