দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুস্তাফিজের সাবেক সতীর্থ
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই আসরে একই দলের হয়ে খেলেছিলেন সামির রিজভি। এই মিডল অর্ডার ব্যাটার ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।
ত্রিপুরার বিপক্ষে ৯৭ বলে অপরাজিত ২০১ রান করেছেন উত্তর প্রদেশের অধিনায়ক। এই ইনিংস খেলার পথে ২০টি ছক্কা ও ১৩টি চার মেরেছেন রিজভি। ৯৭ বলে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি। যা ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এই ম্যাচটি লিস্ট 'এ' ক্রিকেটের অন্তর্ভুক্ত নয়। এই টুর্নামেন্ট লিস্ট 'এ' ক্রিকেটের স্বীকৃতি পেলে এটিই হতো লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড নিউ জিল্যান্ডের চ্যাড বোয়েসের। ফোর্ড ট্রফিতে গত অক্টোবরে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। ভেঙে দেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের ১১৪ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড।
গত মাসে অনুষ্ঠিত ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে পেতে খুব একটা আগ্রহ দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজিদের। আগেরবার প্রায় সাড়ে আট কোটিতে দল পাওয়া ব্যাটসম্যানকে এবার স্রেফ ৯৫ লাখ রুপিতেই পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
এইচজেএস