মিরপুরে রাহাত ফতেহ আলী খানের কোটি টাকার মিউজিক ফেস্ট কাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর আগে জমকালো মিউজিক ফেস্ট হতে যাচ্ছে। আগামীকাল ঢাকার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ছাড়াও পরবর্তীতে সিলেট এবং চট্টগ্রামেও কনসার্ট হবে। ঢাকায় আয়োজিত মিউজিক ফেস্টে পাকিস্তানি কিংবদন্তি সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খানসহ দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
ইতোমধ্যে ঢাকায় এসে পড়েছেন রাহাত ফতেহ আলী খান। একদিন আগেই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট মাতিয়েছেন তিনি। আগামীকাল বিপিএল উদ্বোধনীতে সবচেয়ে বড় আকর্ষণও তিনি।
বিজ্ঞাপন
গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে কোনো সম্মানী না নিলেও বিপিএলের কনসার্ট থেকে রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমকে জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছনে।
পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়।
আগামীকাল (সোমবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টার পর আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামেও হওয়ার কথা রয়েছে এই ফেস্ট। উল্লেখ্য, ২০২৪-২৫ বিপিএলের আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।
এফআই