সমালোচনার পর কমলো বিপিএল মিউজিক ফেস্টের টিকিটমূল্য
বেশ জমকালো আয়োজনে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তার আগে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হবে বিপিএল মিউজিক ফেস্ট। ঢাকায় আয়োজিত ফেস্টে পাকিস্তানি কিংবদন্তি সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খানসহ দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। তবে ঢাকায় হতে যাওয়া ফেস্টের টিকিটের মূল্য নিয়ে বেশ সমালোচনা হয়েছিল শুরুতে। অবশেষে বিসিবি টিকিটের মূল্য কমিয়েছে।
আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলি খান ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে গাইবেন। আসন্ন ফেস্টের জন্য প্রথমে সর্বনিম্ন টিকিটের (ক্লাব হাউজ) দাম নির্ধারণ করা হয়েছিল আড়াই হাজার টাকা। এ ছাড়া ক্রমান্বয়ে সিলভার ক্যাটাগরি ৬ হাজার, গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা জানানো হলে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে গতকাল সেই মূল্য পুনঃনির্ধারণ করে দিয়েছে বিসিবি।
বিজ্ঞাপন
নতুন করে নির্ধারিত দাম অনুসারে– মিরপুর শের-ই বাংলার মিউজিক ফেস্টে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডে ওই দামে এই অনুষ্ঠান উপভোগ করা যাবে। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০, সিলভার সিট ৪০০০, গোল্ড সিট ৬০০০ এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য সর্বোচ্চ ৮০০০ টাকা নির্ধারিত হয়েছে। এর বাইরে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।
উপমহাদেশের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাইয়ে’ টিকিট বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন
এ ছাড়া সরাসরি টিকিট পাওয়া যাবে শের-ই বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের টিকিট বুথ, ধানমন্ডি ও গুলশান-১ এ অবস্থিত তাবাক রেস্টুরেন্ট, বেইলি রোডের দোসা এক্সপ্রেস, উত্তরার ডিগার রেস্টুরেন্ট ও মিরপুর–১০ এ অবস্থিত ইন্ডোর স্টেডিয়ামে।
প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টার পর আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামেও হওয়ার কথা রয়েছে এই ফেস্ট। ২০২৪-২৫ বিপিএল আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।
এএইচএস