বিপিএলে জাকের খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। একই দলে কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তাই দুইজনের চেনা-জানা অনেক পুরোনো। ফলে ক্রিকেটার জাকেরকে খুব কাছ থেকেই দেখেছেন সালাউদ্দিন।

বর্তমানে জাতীয় দলের সিনিয়র সজকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। আর জাতীয় দলের তিন ফরম্যাটেই এখন গুরুত্বপূর্ণ সদস্য জাকের। সবশেষ ক্যারিবিয়ান সফরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। তাইতো জাকেরকে নিয়ে উচ্ছ্বসিত সালাউদ্দিন।

তিনি বলেন, ‘জাকেরকে আমি অনেকদিন ধরেই চিনি। আমার মনে হয় সে অনেক বুদ্ধিমান, সে সেভাবেই গড়ে উঠেছে। ঢাকা লিগ বলেন, বিপিএল বলেন সে বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত এবং সে জানে কোন ভূমিকায় তাকে কীভাবে খেলতে হয়।'

'এটা তার নিজস্ব যোগ্যতায় হয়েছে, ওইভাবে চিন্তা করেই বড় হয়েছে এবং সে জানে কখন কী করতে হবে। এই ম্যাচুরিটিটা আমার মনে হয় আমাদের অন্যান্য ব্যাটারদের মাঝেও আসবে। এটা যদি বাকি সবার মাঝে আসে তাহলে আরও ভালো দল হবো আমরা।’-যোগ করেন তিনি।

জাকেরের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও শুরু দিকে। তাকে আরো লম্বা পথ পাড়ি দিয়ে চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘প্রত্যেকটা ছেলেকেই ভালো অবস্থায় দেখতে চাই এবং ভবিষ্যতে যেন তারা আরও ভালো অবস্থায় যায়। এখানে পুরো দলটাই তো আমার, এখানে নির্দিষ্ট কেউ নিজের খেলোয়াড় না। জাকের যেভাবে খেলতেছে, ব্যাটার হিসেবে যে অভিজ্ঞতাটা আছে, সে পরিস্থিতি বুঝে যে ক্রিকেট খেলা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যে সামর্থ্যটা আছে সেটা তাকে হয়ত অনেক দূর নিয়ে যেতে পারে।’

এসএইচ/এইচজেএস