দেশের ক্রিকেটে প্রথমবারের মতো চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করেছিল ৮টি দল। আজ বৃৃহস্পতিবার শেষ হয়েছে লিগ পর্বের খেলা। তাতে নিশ্চিত হয়েছে শীর্ষ চার দল। প্লে অফ নিশ্চিত করেছে রংপুর বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ। 

গ্রুপ পর্বের ৭ ম্যাচে ৭ জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা মেট্রো। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ রংপুর বিভাগ। টেবিলের দ্বিতীয় স্থানে থেকে খেলা শেষ করেছে রংপুর। ৭ ম্যাচে ৫ জয়ের ফলে তাদের ছিল ১০ পয়েন্ট।

এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। ৪ জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে লিগের খেলা শেষ করেছে খুলনা। অন্যদিকে ৩ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছে চট্টগ্রাম।

এই দুই দলের মধ্যে জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল পাবে আরেকটি সুযোগ। প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দল মুখোমুখি হবে এলিমিনেটরের জয়ী দলের, এই দুই দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এই ম্যাচের জয়ী দল যোগ দিবে ফাইনালে।

আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এলিমিনেটরের ম্যাচ এবং দুপুর দেড়টায় শুরু হবে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ। ২৪ ডিসেম্বর সিলেটে হবে ফাইনাল।

এসএইচ/এইচজেএস