নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালেগে।
নিউ জিল্যান্ডের পেস সহায়ক উইকেট বিবেচনা করেই হয়তোবা দলে রাখা হয়নি ভেল্লালেগেকে। ২১ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৬ উইকেট। এখন পর্যন্ত তার পারফরম্যান্স যথেষ্ট ভালো।
বিজ্ঞাপন
আগামী ২৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু দুই দলের মাঠের লড়াই। দুই দিন পর একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২ জানুয়ারি নেলসনে হবে তৃতীয় ও শেষ ম্যাচ। আগামী ২০ ডিসেম্বর নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়তে পারে লঙ্কানরা।
শ্রীলঙ্কার টি-টোয়েটি দল:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসা, ভানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু ভিক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।
এইচজেএস