অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত অনুযায়ী আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

প্রায় প্রতিদিনই চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy 2025) নিয়ে ক্রিকেট দুনিয়াতে পাওয়া যাচ্ছিল নতুন নতুন সব খবর। ৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টটি শুরু হতে আর দুই মাসের মতো বাকি। যদিও ভেন্যু নিয়ে জটিলতায় এতদিনেও আসরের সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। এর মধ্যে বেশ কয়েক দফা বৈঠকে বসলেও কোনো কিছুর সুরাহা করতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার জটিলতা কাটল বলেই মনে করা হচ্ছে। 

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪-২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। যার শুরুটা হবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাবে না ভারত। তার বদলে ম্যান ইন ব্লুদের খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। 

এদিকে, ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলের বিপরীতে কঠিন কিছু শর্ত জুড়ে দিয়েছিল পাকিস্তান। তাদের বোর্ডের দাবি ছিল, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। 

এই সময়ের মধ্যে ভারত নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। পাকিস্তানের শর্ত অনুযায়ী, ওই দু’টি প্রতিযোগিতায় দেশটি ভারতে খেলতে যাবে না। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা।  পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে দেওয়া হতে পারে।

ফলে ক্রিকেটের ‘ডার্বি’ হিসেবে খ্যাত ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের সুযোগ হারাবে ভারত। মেয়েদের বিশ্বকাপে হয়তো পাকিস্তান অন্য কোনো নিরপেক্ষ দেশে ম্যাচগুলো খেলবে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে সমঝোতায় এসেছে।

এ ছাড়া ২০২৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেও হাইব্রিড মডেলকে প্রাধান্য দিতে পারে ভারত। এদিকে নিরপেক্ষ ভেন্যু নির্বাচনে টুর্নামেন্টের আয়োজকরা দেশের নাম প্রস্তাব করতে পারবে বলে সমঝোতায় জানানো হয়। তবে আইসিসির অনুমোদনসাপেক্ষে তা গৃহীত হবে।

এদিকে, গতকাল (বুধবার) চেয়ারম্যান মহসিন নাকভীর নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বৈঠকে বসেছিল বলে খবর দেশটির গণমাধ্যমের। ভারত ও আইসিসির সঙ্গে সমাঝোতার বিষয়টি পিসিবি চেয়ারম্যানও নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রেক্ষিতে পিসিবিকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিল বিসিসিআই। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির বোর্ডের এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে পিসিবি। এক্ষেত্রে আর্থিক বিষয়াদির চেয়ে দেশের স্বার্থকেই বড় করে দেখার কথা বলেছেন নাকভী।

প্রসঙ্গত, সর্বশেষ এশিয়া কাপেও ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিল। অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। তবে এবার পিসিবির অনড় অবস্থানের মুখে কিছুটা হলেও সমাঝোতায় রাজি হলো ভারত। এক্ষেত্রে পাকিস্তানের কূটনীতিতে জয় হয়েছে বলে মনে করা হচ্ছে।

শিগগিরই চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। ৮ দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। 

এফআই