ব্রিসবেনে বৃষ্টি মাথায় নিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট শুরু করেছিল ভারত ও অস্ট্রেলিয়া। ক্ষণে ক্ষণে বৃষ্টির তোপে খেলার অনেকটা সময়ই ভেস্তে গেছে। এমন অবস্থায় ব্রিসবেন টেস্টে ফলাফল পাওয়া যাবে- এমন বাজি ধরার লোক ছিল এমন দাবি করা চলে না।

ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত ড্রতেই শেষ হলো রোমাঞ্চ। পঞ্চম দিনেও বাধা হয়ে দাঁড়ায় ব্রিসবেনের আবহাওয়া। জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ২৭৫ রান।

ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮ রান করে রোহিত শর্মারা। তারপরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র বলে ঘোষণা করেন আম্পায়াররা। সিরিজের ফল এখনও ১-১। পরের টেস্ট মেলবোর্নে। 

ব্রিসবেনে প্রথম দিন থেকেই ভুগিয়েছে বৃষ্টি। শেষদিনও তার পিছু ছাড়ল না। পঞ্চমদিন জয়ের জন্য ২৭৫ রান করতে হতো ভারতকে। রোহিতরা জয়ের জন্য ঝাঁপাবে নাকি, টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকবে, সেটাও দেখার বিষয় ছিল। কিন্তু সেটা দেখার আর সুযোগ মিলল না। খারাপ আবহাওয়া তো ছিল, সঙ্গে ছিল বজ্রপাতের আশঙ্কা। সব মিলিয়ে সময়ের বেশ খানিকটা আগেই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়।

প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ করেন ১০১ রান। অন্যদিকে ট্র্যাভিস হেড করেন ১৫২ রান। ৬ উইকেট শিকার করেছিলেন বুমরাহ। পঞ্চম দিনে ভারতের ইনিংস থেমে যায় ২৬০ রানে। অর্থাৎ ১৮৫ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। ৩১ রান করে আউট হন আকাশ দীপ। বুমরাহ অপরাজিত থাকেন ১০ রানে। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা আগ্রাসী হতে দেখা যায়নি অজিদের। কিছুটা রয়েসয়েই খেলার চেষ্টায় ছিলেন উসমান খাওয়াজা এবং ন্যাথান ম্যাকসুয়েইনি। ব্যক্তিগত ৮ আর দলীয় ১১ রানে খাওয়াজা ফিরলে প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মার্নাস ল্যাবুশেন টিকলেন ৯ বল। ১ রানে ফেরেন তিনিও। দুইটি উইকেটই পেয়েছিলেন বুমরাহ। ম্যাকসুয়েইনি ৪ রানে আর মিচেল মার্শকে রানে ফেরান আকাশ দীপ। 

খানিক পর উইকেট শিকারের মিছিলে যোগ দেন মোহাম্মদ সিরাজ। ফেরান স্টিভ স্মিথকে। দিনের প্রথম ৫ উইকেটের ৪টিতেই উইকেটের পেছনে ক্যাচ নেন ঋশাভ পান্ত। একমাত্র উসমান খাওয়াজা হয়েছিলেন বোল্ড। ৩৩ রানেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। অ্যালেক্স ক্যারিকে নিয়ে দলের সংগ্রহ ৫০ পার করিয়ে দেন ট্রাভিস হেড। তাদের জুটি টিকেছিল ৬০ রান পর্যন্ত। হেডকে এদিন আবার প্যাভিলিয়নে ফেরত পাঠান সিরাজ। 

দুই ছক্কা আর দুই চারে ১০ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন অধিনায়ক কামিন্স। বিগ শট খেলতে গিয়ে বুমরাহর বলে আউট হতে হয় তাকে। এরপরেই ইনিংস ঘোষণা করে অজিরা। ভারতের সামনে দাঁড়ায় ২৭৫ রানের টার্গেট। বিনা উইকেটে স্কোরবোর্ডে ৮ রান তোলার পরপরই বৃষ্টিতে বল আর মাঠে গড়ায়নি। 

এফআই