বিপিএল দিয়েই শেখ মেহেদী হাসানের উত্থান। আর দলটির কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। যে কারণে মেহেদীর সবকিছু একেবারেই জানা শোনা সালাউদ্দিনের। গেল মাসে সেই সালাউদ্দিন হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আজ সোমবার জয় পেয়েছে বাংলাদেশ দল। 

জয় পাওয়ার ম্যাচে দলের নায়ক মেহেদী নিজেই। ব্যাট হাতে কার্যকরী অবদানের পর ১৩ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিনের প্রসঙ্গে মেহেদী বলেন, 'আমি যখন ঘরোয়া ক্রিকেট শুরু করি, উনার সাথেই শুরু করেছি। উনি আমাকে খুব ভালোভাবেই জানে। উনি মাঠে থাকলে আত্মবিশ্বাস পাই। কোনো ভুল করলে সাথে সাথে উনি ধরতে পারেন। সেই ম্যাসেজও দিয়ে দেন। এরকম একজন লোক কাছে থাকলে নিজেরও বুস্ট আপ হয়।'

এদিকে টি-টোয়েন্টি সিরিজে নতুন করে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন। এ বিষয়ে মেহেদী বলেন, 'লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। অনেক সাহসিকতা দেখিয়েছে। যখন যেটা করা দরকার সেটা করার চেষ্টা করেছে। প্রথম ৬ ওভারে আমরা ভালো অবস্থানে চলে গেছি। আবার একটা পার্টনারশিপ একটা মোমেন্টাম বদলে দেয়। আমরাও ব্যাটিংয়ে এরকমই ছিলাম। দিনশেষে সফল হয়েছি ভালো লাগছে।'

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটনের। আজও কোনো রান করতে পারেননি তিনি। মেহেদী জানালেন, 'কেউ খারাপ খেললে বা ভালো খেললে এসব নিয়ে কেউ আলোচনা করে না। এটা নিজের কাছে। যে খারাপ খেলে সে বোঝে তার ভেতরে কী চলে। আমরা সবাই সাপোর্ট করি সে আগামীতে কীভাবে ফিরে আসবে। ইম্পরট্যান্ট প্লেয়ার, ফর্মে ফিরলে দলের জন্য, দেশের জন্যই ভালো।'

এসএইচ/জেএ