ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টিতে শুরুটা বেশ দারুণভাবেই করল টাইগাররা। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। 

সেইন্ট ভিনসেন্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৬ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। খুব আহামরি বড় টার্গেট ছিল না। এরপরও ম্যাচটা যে জিততে পারে, সেই সুর বেঁধে দিয়েছিল শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং। দারুণ স্পেলে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ম্যাচসেরাও হলেন মেহেদীই।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেহেদী জানান নতুন বলে বল করা নিয়ে অভিজ্ঞতার কথা, 'নতুন বলে তো সবসময়ই বল করে থাকি। নরমালি যে প্রসেসে এগোচ্ছিলাম সেভাবেই বল করেছি। ওদের ডান হাতি ব্যাটসম্যান ছিল আমার লক্ষ্য ছিল ওদের যাতে সহজেই শর্ট খেলতে না দিতে পারি। ওরা তো আসলে শক্তিশালী, ওদের আসলে প্ল্যান করে বল করছি। আল্লাহর রহমতে সফল হয়েছি।'

সামনে ভালো করতে প্রস্তুত আছেন জানালেন মেহেদী, 'হ্যাঁ অবশ্যই দেখেন টেস্টে আমরা ভালো শেষ করছি। ওয়ানডেতে ভালো শুরু করেছিলাম তবে শেষটা ভালো করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে আমরা বিজয়ের মাসে টি-টোয়েন্টিটা ভালো দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরো দুইটা ম্যাচ আছে, তার জন্য আমরা যা কিছু করার প্রস্তুত আছি।'

শেষ ওভারে হাসান মাহমুদের বোলিং নিয়ে মেহেদী বললেন, 'হাসান প্রমাণ করছে আবারও নিজেকে। আমার মনে আছে আয়ারল্যান্ডে একটা সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতিয়েছিল আমাদের। আজও ভেতরে ফিলিংসটা চলে এসেছিল হাসান পারবে। হাসানের বিশ্বাস ছিল কি না জানিনা আমার নিজের ভেতরে বিশ্বাস ছিল যে হাসান শেষ করবে আলহামদুলিল্লাহ।'

এসএইচ/এফআই