দলীয় ৩০ রানের সময় বিদায় নিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। রিভার্স সুইপে ক্যাচ দিয়েছিলেন আকিল হোসেইনের হাতে। বিপর্যয়ের পর থেকে বাংলাদেশকে পথ দেখিয়েছিলেন জাকের আলী অনিক আর ওপেনার সৌম্য সরকার। দুজনে মিলে ৪২ বলে যোগ করেছেন ৫৭ রান। ঠিক টি-টোয়েন্টিসুলভ না হলেও বাংলাদেশের জন্য রানটা অনেকখানি এগিয়ে নিয়েছে তাদের এই জুটি। 

পুরো ম্যাচে বাংলাদেশের প্রথম ছক্কা এসেছে ৮ম ওভারে। জাকের আলী অনিক অষ্টম ওভারে এসে ম্যাচে প্রথম ছক্কা হাঁকান। লং অন দিয়ে বাউন্ডারি পার করেছেন জাকের আলী। সৌম্য সরকার ছয় মেরে বল মাঠের বাইরেও পার করেছেন একদফায়। দুজনের কাছ থেকে বাউন্ডারি এসেছে নিয়মিত। তবে এরপরেও স্বস্তি পায়নি বাংলাদেশ। 

১৫ ওভার শেষে ৪৯ বলই ডট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার অর্থ, অন্তত ৮ ওভার ছিল মেইডেন। স্কোরবোর্ডে তাই খুব একটা স্বস্তি নেই বাংলাদেশের জন্য। বিপরীতে হারাতে হয়েছে জাকের অনিক এবং সৌম্য সরকারের উইকেটও। ৩২ বলে ৪৩ রান করে ফিরেছেন সৌম্য সরকার। জাকেরের ব্যাটে এসেছিল ২৭ বলে ২৭ রানের ইনিংস। 

মিডল ওভারে রান আসার পাশাপাশি ডট বলের প্রভাব পড়েছে স্কোরবোর্ডেও। ১৬তম ওভারে গিয়ে দলীয় শতরান পার হয়েছে বাংলাদেশের। এখান থেকে ২০ ওভার শেষে ঠিক কত করতে পারে বাংলাদেশ, সেটাই দেখার বিষয়। 

জেএ