খেলা শেষ হয়েছে মোটে দুই দিনের। তবে ক্রো-থর্প সিরিজের শেষ ম্যাচের ফলাফল কি হতে পারে তা চাইলে এখনই অনেকটা চোখ বন্ধ করে বলে দেয়া সম্ভব। দুই দিনের খেলা শেষেই দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ওপর ৩৪০ রানের বিশাল এক লিড দাঁড় করিয়েছে স্বাগতিকরা। এখনো হাতে আছে ৭ উইকেট। ক্যারিয়ারের শেষ টেস্টে টিম সাউদি জয় পাচ্ছেন তা অনেকটাই অনুমেয়। 

এজন্যে কৃতিত্বটা পাবেন নিউজিল্যান্ডের বোলিং ইউনিট। সাউদি নিজের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি সত্য। তবে তার সঙ্গীরা উইকেট নিয়েছেন অবলীলায়। অভিজ্ঞ পেসারের অনুপস্থিতিতে কিউইদের পেস লাইনআপ সহসাই পথ হারাচ্ছে না তা অনেকটাই নিশ্চিত। ম্যাট হেনরি নিয়েছেন ৪ উইকেট। তিন উইকেট করে পেয়েছেন পেসার উইল ও রুর্কি এবং স্পিনার মিচেল স্যান্টনার। 

প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল ৩৪৭। স্যান্টনারের ৭৬ আর টম ল্যাথামের ৬৩ রানের পর উইল ইয়াং এবং কেইন উইলিয়ামসনের ৪০ পেরুনো দুই ইনিংস দিয়েছিল বলার মতো পুঁজি। এরপরেই ব্যাট করতে নেমে ইংল্যান্ড দেখেছে ভরাডুবি। জো রুটের ৩২ ছাড়া আর কেউ ত্রিশের কোটায় যেতেই পারেননি এদিন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান বেন স্টোকসের। আর ওলি পোপ করেছেন ২৪। 

ইংল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। নিউজিল্যান্ডের লিড ২০৪ রানের। দ্বিতীয় ইনিংসে এরপর ব্যাট করারই সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ইনিংসে ফিফটির পর এই দফায় তিনি ফিরেছেন ১৯ রান করে। তবে আগের ইনিংসে ফিফটি বঞ্চিত উইল ইয়াং আর উইলিয়ামসন দুজনেই এবারে পেয়েছেন মাইলফলকের দেখা। ইয়াং ৬০ রানে আউট হলেও ৫০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন উইলিয়ামসন। 

আগামীকাল টেস্টের তৃতীয় দিন। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ক্রো-থর্প ট্রফি প্রথমবার নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। যদিও এই সিরিজের ফলাফলের ওপর নির্ভর করে দুই দলের কারোরই এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে না। 

জেএ