বর্তমান সময়ের সেরা পেসার কারা– সেই প্রশ্নে হয়তো অনেকেই ভারতীয় তারকা জাসপ্রীত বুমরাহ’র নামটাই শুরুর দিকে নেবেন। তিন ফরম্যাটেই দারুণ ধারাবাহিক এই পেসার এখনই ৪০০ উইকেট পুরেছেন নিজের পকেটে। অন্য পেসারদের সংগ্রামের দিনেও, তিনি থাকেন ব্যতিক্রম। সেই বোলারকেই কি না টেস্ট থেকে অবসরে যাওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের কিংবদন্তি তারকা শোয়েব আখতার।

হঠাৎ করে কেন-ই বা এমন পরামর্শ দিলেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই পেসার! এর পেছনে অবশ্য যুক্তিও আছে শোয়েব আখতারের। এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুটি সংক্ষিপ্ত ফরম্যাটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সে (বুমরাহ) খুব দুর্দান্ত বোলার, কারণ সে লেংথটা খুব ভালো জানে। আমি মনে করি সে ডেথ ওভারে অসাধারণ, পাওয়ার প্লেতে সে দু’দিক থেকেই বল সুইং করাতে পারে।’

টেস্ট ক্রিকেটে গতিটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন শোয়েব, ‘আপনি জানেন যে, টেস্ট ক্রিকেটে অনেক দীর্ঘ স্পেলে বোলিং করতে হয়, ফলে ব্যাটাররা অ্যাটাক করে না খুব একটা। তাই লাইন লেংথটা সেখানে অতটা প্রভাব ফেলে না। সেখানে আপনার দরকার উচ্চ গতি। এরপর বল সিম না করলে বোলারের অসুবিধা হয়, তখন গতিটা বেশি না হলে সংগ্রাম করতে হয় অনেক। আর যখনই উইকেট পেতে অসুবিধা হবে, লোকে আপনাকে নিয়ে প্রশ্ন তুলবে।’

একইসঙ্গে টেস্টেও বুমরাহ ভালো বোলার স্বীকার করে নিয়ে তার দুর্বলতা উল্লেখ করেন পাকিস্তানি সাবেক তারকা, ‘আমার মনে হয় সে টেস্ট ক্রিকেটেও উইকেট নেওয়ার জন্য ভালো বোলার। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে সে বলার মতো কিছু করতে পারেনি, এমনটা হয়ে থাকে। তবে সে যদি টেস্ট ক্রিকেট চালিয়ে নিতে চায়, তবে তার গতি আরও বাড়াতে হবে। ইনজেকশন নিয়ে গতি বাড়াতে গেলে ইনজুরিতে পড়ার বড় ঝুঁকি থাকে। আমি যদি তার জায়গায় থাকতাম, আমি শর্টার ফরম্যাটেই নিজেকে আটকে রাখতাম।’

এখন পর্যন্ত ৪২টি টেস্টে ১৮৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। তার সামর্থ্য স্বীকার করে নিয়েই শোয়েব টেস্ট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন, ‘দীর্ঘতম সংস্করণে খেলার বিষয়টি নির্ভর করে আমি বিষয়টি কিভাবে দেখছি তার ওপর। যদি আমি ভালো অনুভব করি, তাহলে সেটি চালিয়ে নেওয়া যেতে পারে। নিশ্চিত করতে হবে আমি টেস্ট ম্যাচেও উইকেট নিতে পারব। কিন্তু তাকে নিজের দিকে তাকাতে হবে, করণ সে আইপিএল খেলতে চায় ওয়ানডে খেলতে চায়, একইসঙ্গে টেস্ট ম্যাচেও।’

এএইচএস