৯ মাসের ব্যবধানে ফের আন্তর্জাতিক ক্রিকেটকে আমিরের বিদায়
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ৯ মাসের ব্যবধানে আবারও একই পথে হাঁটলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফেরায় পিসিবি, পরবর্তী আর কোনো সিরিজেই তিনি ডাক পাননি। এর পরই দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আমির।
আজ (শনিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসরের ঘোষণা জানানো হয়েছে। তবে পিসিবির এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি।
বিজ্ঞাপন
পিসিবির বিজ্ঞপ্তিতে ৩২ বছর বয়সী পেসার আমির জানান, ‘সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অনেক সম্মানের। এটি (অবসর গ্রহণ) কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্যারিয়ারে পিসিবি ও পাকিস্তানি সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’
— Mohammad Amir (@iamamirofficial) December 14, 2024
এর আগে অবসরের ঘোষণায় ইমাদ বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়। যখন এই অধ্যায়ের সমাপ্তি হওয়ায় আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে নতুন নতুন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’
দারুণ সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন বাঁ-হাতি পেসার আমির। কিন্তু স্পট ফিক্সিংয়ের ঘটনায় তাতে বড় ধাক্কা লাগে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও আর পুরোনো আমিরকে দেখা যায়নি। তবে ঠিকই নিজের সহজাত বোলিং প্রতিভায় বুঁদ করছিলেন ভক্তদের। কিন্তু জাতীয় দলে তার আবারও ডাক পাওয়াটা কঠিন হয়ে পড়ে ক্রমান্বয়ে। ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির। তিনি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপাজয়ী দলের সদস্য।
আরও পড়ুন
অন্যদিকে, আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ ওয়াসিম। ৭৫টি টি-টোয়েন্টিতে ৭৩টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৫৫৪ রান। ছিলেন শর্টার ফরম্যাটের নাম্বার ওয়ান বোলারও। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।
এএইচএস