লিটনের ধারাবাহিক ব্যর্থতার কারণ জানালেন গুরু মন্টু দত্ত
বছরের শেষ ম্যাচে এসেও ব্যর্থতার সেই পুরাতন চিত্রটা দেখতে হয়েছে আরও একবার। আরও একটা বার ডাক মেরে ফিরতে হলো লিটন দাসকে। বাংলাদেশের নাম্বার ১৬ জার্সিধারী খেলোয়াড় মাথা নিচু করে ড্রেসিংরুমে ফিরছেন– এটা অন্তত এই বছরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য চেনা চিত্র। ২০২৪ সালে লিটন কুমার দাস খেলেছেন ৫ ওয়ানডে। যার মধ্যে ৩টিতেই মেরেছেন ডাক। বাকি দুই ম্যাচের একটিতে করেছেন ২ রান। অন্যটিতে ৪।
বছরের শুরুতেই নতুন বলে ব্যর্থতার কারণে তাকে শ্রীলংকা সিরিজের মাঝপথে ফিরিয়ে আনা হয়। পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে। সেখানেও লিটন খুব একটা ছন্দে ছিলেন না। গেল এক বছরে নেই ১০ রান পেরুনো ইনিংস। সেঞ্চুরি কিংবা ফিফটির হিসেব মেলাতে যেতে হবে আরও অনেকটা দিন পেছনে।
বিজ্ঞাপন
কিন্তু সাদা পোশাকে যে লিটন ছন্দে থাকেন, যাকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ভাবা হয় তার কেন এমন দুর্দশা? উত্তর খুঁজতে চলে যেতে হলো সুদূর চীনে অবস্থানরত লিটনের গুরু মন্টু দত্তের কাছে। এক মাসের সফরে বিকেএসপির এই কোচ আছেন চীনে। সেখান থেকে টেলিফোনযোগে লিটনের লাগাতার ব্যর্থতা নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে আলাপ করেছেন লিটনের ছোটবেলার এই কোচ।
বিকেএসপি কোচ মন্টুর কথাতেই জানা যায়– লিটন এরইমাঝে নিজের সমস্যা নিয়ে কথা বলেছেন ছোটকালের কোচের সঙ্গে, ‘আমার সাথে কথা হয়েছে। টাইমিংটা মেলে না যদিও, তবে আমাকে ফোন করেছিল। আমার সাথে কথা হয়েছিল মেসেজও দিয়েছিল। হ্যাঁ খেলার ব্যাপারে কিছু তো কথা হয়েছিল। তবে ওয়ানডের সময় কথা হয়নি, টেস্টের সময়ে কথা হয়েছিল।’
আরও পড়ুন
চীনে থাকার কারণে ওয়ানডের খেলাগুলো দেখতে পারেননি মন্টু। তবে লিটনকে তিনি জানেন। বুঝে নিয়েই অনুমান করলেন শট খেলতে গিয়ে সিদ্ধান্তহীনতার কারণে এমন হচ্ছে লিটনের, ‘দেখেন লিটন আসলে ভালো খেলোয়াড়– সে ব্যাপারে বলার কিছু নাই নতুন করে। সিদ্ধান্ত গ্রহণের সময় হয়তো ভুল হচ্ছে, যেটা শট খেলার সময় সমস্যা তৈরি করছে। ওয়ানডেতে কিভাবে আউট হয়েছে সেটা তো আমি আসলে দেখিনি। এ কারণে আমার বলা আসলে ঠিক হবে না এই মুহূর্তে। স্পিন নাকি পেস কিভাবে আউট হয়েছে সেটা আমি আসলে দেখিনি।’
অবশ্য মন্টু দত্তর বিশ্বাস লিটন ফিরবে রানে, ‘হ্যাঁ ভালো প্লেয়ারের খারাপ সময় তো অবশ্যই থাকে। এরপরে ভালো সময় তো অবশ্যই আসবে, কাম ব্যাক করবে আমি আশা রাখছি। দলের জন্য খেলতে হবে এই জিনিসটা তার ভিতরে সবসময় আছে। ও সবসময় পজিটিভ থাকার চেষ্টা করে, এখন হয়তো কোন সমস্যা হচ্ছে এ কারণে হচ্ছে না। লিটনকে বলি অনেক সময় যখন তুমি রান না পাবে তখন নিজেকে আর একটু তৈরি করে নিতে।’
লিটনের নতুন বলে খেলার সমস্যাটা প্রকট হয়ে দেখা দিচ্ছে। গত মার্চে শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন এই কারণেই। প্রশ্নটা করতেই হলো, নতুন বল নিয়ে লিটন কি কথা বলেছেন গুরুর সঙ্গে?
উত্তরে মন্টু দত্ত জানালেন, ‘এটা নিয়ে আলাপ হয়েছিল যখন ওর সুইংয়ের বল খেলা নিয়ে প্রবলেম হচ্ছিল তখন। এরপর যখন বাঁহাতি স্পিনারের বল খেলা নিয়ে সমস্যা হচ্ছিল তখনও কথা হয়েছিল। সেটা অবশ্য সে ওভারকাম করেছিল। ওয়েস্ট ইন্ডিজে এখানে কার কার বলে আউট হয়েছে তা আমি দেখিনি। তাই বলতে পারছি না বিস্তারিত।’
লিটনের ব্যর্থতার খণ্ডচিত্র
- পুরো বছরে ৩ ডাক, ৫ ম্যাচে ৬ রান
- শেষ ৭ ইনিংসে মোটে ১৩ রান
- বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ইনিংসে ১৫বার শূন্যরানে আউট
- ২০২৪ সালে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ডাক (যৌথভাবে)
ওয়ানডেতে যে অবস্থা লিটনের, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। বিকেএসপির এই কোচ অবশ্য বললেন আস্থা রাখার কথা, ‘দেখবেন যখন একটা দল গঠন করা হয় সবাই কিন্তু সব দিন রান পাবে না। যারা বড় প্লেয়ার তাদের যখন দুই তিনটা খারাপ ম্যাচ যায় তখনও তাদের খেলায়, বাদ দেয় না। সাকিব-মুশফিক যারা আছে এ ধরনের বড় প্লেয়ার। কারণ সবাই বিশ্বাস করে যে বড় ম্যাচে তারা পারফর্ম করবেন। আশা করি লিটনের ক্ষেত্রেও এই জিনিসটা বিবেচনায় থাকবে।’
নতুন বলে লিটনের খেলতে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মিডল অর্ডারে লিটনকে নিয়ে আপনার পরামর্শ কী? মন্টু জানালেন, তাকে ব্যাটিং অর্ডারে পরে খেলানোর সিদ্ধান্ত পুরোটাই টিম ম্যানেজমেন্টের, ‘এটা তারা নিতেই পারে। আমার মনে হচ্ছে রান না পাওয়ার ক্ষেত্রে তার ডিসিশন মেকিং এর সমস্যাটা হচ্ছে মূলত।'
এসএইচ/জেএ