মান বাঁচাতে ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি টাইগারদের জন্য মান বাঁচানোর লড়াই। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ নির্ভার হয়ে মাঠে নামছে।
সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
বিজ্ঞাপন
গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
অন্যদিকে স্বাগতিকদের একাদশে চারটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই জেডন সিলস। একাদশে ফিরেছেন পেসার আলজারি জোসেফ, আলিক আথানজে। তাছাড়া অভিষেক হচ্ছে আমির জাঙ্গু ও জেডি ব্লেডসের।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, আমির জাঙ্গু ও জেডি ব্লেডস।
এইচজেএস