আজ থেকে শুরু হয়েছে লঙ্কা টি-টেন। আসরের উদ্বোধনী ম্যাচে জাফনা টাইটান্সের মুখোমুখি হয়েছিল বাংলা টাইগার্স হাম্বানটোটা। বাংলা টাইগার্সকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করল টাইটান্সরা।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করে বাংলা টাইগার্স। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৮ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় জাফনা।

১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নুয়ান্দো পেরেরাকে হারায় টাইটান্সরা। ইনিংসের দ্বিতীয় বলে ডাক খেয়ে ফেরেন এই ওপেনার। তিনে নেমে সুবিধা করতে পারেননি চারিথ আসালঙ্কাও। ৮ বলে ১২ রান এসেছে তার ব্যাট থেকে।

৩২ রানে ২ উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন টম কোলের ক্যাডমোর ও টম আবেল। দুই বিদেশির ব্যাটে সহজেই জয়ের বন্দরে নোঙর করে টাইটান্সরা। ক্যাডোমর করেছেন ২১ বলে অপরাজিত ৫৭ রান। আর আবেল ৩৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই কুশল পেরেরাকে হারায় টাইগার্সরা। তবে তিনে নেমে শুরুর সেই ধাক্কা সামাল দেন দাসুন শানাকা। ১৭ বলে ৫১ রান করেছেন তিনি।

অধিনায়ক ফেরার পর ধস নামে তাদের ব্যাটিংয়ে। আর কেউই বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশি সাব্বির রহমান পাঁচে নেমে ৪ বলে করেছেন ৩ রান।

এইচজেএস