ব্যাটিং বিপর্যয়ের মাঝেও রেকর্ড গড়লেন রিয়াদ-সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। একইসঙ্গে এটি মেহেদি হাসান মিরাজের দলের সিরিজ বাঁচানোরও লড়াই। আর এমন দিনেই কিনা বাংলাদেশ শোচনীয় ব্যাটিং বিপর্যয়ে পড়ল। ১১৫ রানেই ৭ উইকেট হারিয়ে তারা রীতিমতো অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। সেই পরিস্থিতি কাটিয়ে রেকর্ড জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৩০০ রানও যে নিরাপদ নয় সেটি প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হারের পর টের পেয়েছিল। একই পিচে আজ তারা ২২৭ রান তুলেছে। এই পরিস্থিতিতে হয়তো সেভাবে কেউ বাংলাদেশের পক্ষে আশা দেখছেন না। যেখানে কিছুটা হলেও স্বস্তির ছিল রিয়াদ-সাকিবের জুটি। ১০৬ বলে তারা ৯২ রান যোগ করেছেন দলীয় স্কোরবোর্ডে। যা অষ্টম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড জুটি।
বিজ্ঞাপন
এতদিন ওয়ানডেতে বাংলাদেশের ৮ম উইকেটে সর্বোচ্চ ৮৪ রানের রেকর্ড ছিল। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন। যা টিকেছিল ৫ বছর (আজকের আগপর্যন্ত)। কিউইদের বিপক্ষে সেই ম্যাচের টাইগারদের পুঁজি ছিল ২৩২ রানের। তাতে ফলটাও পক্ষে আসেনি, স্বাগতিক নিউজিল্যান্ড ম্যাচ জিতে ৮ উইকেটে। অষ্টম উইকেটে নতুন রেকর্ড গড়ার দিনেও বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে হারের শঙ্কাই বেশি!
আরও পড়ুন
ওয়ানডেতে আগের ৪ ইনিংসে ব্যাট করা তানজিম সাকিবের সর্বোচ্চ রান ছিল ১৬। তিনি আজ খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। ৬২ বলে ৪৫ রানের ইনিংসে তিনি ব্যাটারদের দেখালেন কীভাবে ব্যাটিং করা দরকার ছিল! পরে তার বিদায়ে রিয়াদের সঙ্গে অনবদ্য জুটি ভাঙে। তবে রিয়াদ ঠিকই টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। ৯২ বলে ৪ ছক্কা ও ২ চারে ৬২ রান করেন রিয়াদ। তাতে ভর করেই দুইশ পেরিয়ে ২২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এএইচএস