১০০ পেরোতেই ৬ উইকেট ‘খরচ’ বাংলাদেশের
টানা চার সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ এবার পথ হারিয়েছে। প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচানোর বড় চ্যালেঞ্জ ছিল দ্বিতীয় ম্যাচে। কিন্তু শুরুটাই যে ভালো হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে উঠেছে যথেষ্ট রান, কিন্তু উইকেট পড়ছে হুড়মুড়িয়ে– সেই পরিস্থিতিতেও আফিফ হোসেন আগ-পিছ না ভেবেই বিলাসী শটে ক্যাচ দিয়েছেন। এ ছাড়া গত ম্যাচে দারুণ ব্যাট করা জাকের আলি পড়েছেন এলবিডব্লুর ফাঁদে।
৬৪ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের বিপর্যয়ে কিছুটা হলেও আশা দেখাচ্ছিল আফিফ-মাহমুদউল্লাহ রিয়াদের জুটি। কিন্তু দলীয় সেঞ্চুরি হতেই আফিফ কাণ্ডজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। উইন্ডিজ স্পিনার গুদাকেশ মোতির বলে স্লগ সুইপ করতে গিয়ে লং অফ বরাবর ক্যাচ দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। এমনটা না হলে ২৯ বলে তার ২৪ রান আরও কার্যকরী ইনিংসে পরিণত হতে পারত!
বিজ্ঞাপন
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় পুঁজিতে শেষদিকে বড় অবদান রেখেছিল মাহমুদউল্লাহ-জাকের আলির জুটি। কিন্তু তরুণ জাকের আজ ফিরলেন মোতির অফ-স্টাম্পে করা এক সাধারণ ডেলিভারিতে। যদিও বলটি স্বাভাবিকের চেয়ে কিছুটা ওপরে উঠে যায়। লেগ বিফোরের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েছেন আম্পায়ার, যাতে রিভিউ নিয়েও রক্ষা হয়নি জাকেরের। ৯ বলে মাত্র ৩ রান করে দলের বিপর্যয়ের ষোলকলা পূর্ণ করে ফিরলেন। ফলে ১০৪ রানেই নেই বাংলাদেশের ৬ উইকেট।
বাংলাদেশের পুঁজিটা যে খুব বড় হচ্ছে না সেটারই যেন ইঙ্গিত মিলছে ব্যাটারদের তড়িৎ বিদায়ে। তবে ক্রিজে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন মাহমুদউল্লাহ। ১৭ রানে অপরাজিত এই ব্যাটারের সুবাদে নিশ্চয়ই সম্মানজনক কোনো স্কোর পেতে চাইবে সফরকারী শিবির।
এএইচএস