সন্ধ্যায় কক্সবাজার পৌঁছাবে চ্যাম্পিয়ন ট্রফি, থাকছে দেখার সুযোগ
চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। মূল টুর্নামেন্ট শুরু নিয়ে জটিলতা থাকলেও মাঠের বাইরে ট্রফি ট্যুরের কার্যক্রম এখন পর্যন্ত চলছে নির্ধারিত সূচি মেনে। আর সেই সুবাদে বাংলাদেশে আগামী তিনদিনের জন্য থাকছে মিনি বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ ভ্রমণের প্রথমদিনে প্রথমবারের মত সমুদ্রের শহর কক্সবাজারে আসছে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে বলে বিসিবির কর্মকর্তারা। আগামীকাল বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিন সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে আসবে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিকিউরিটি লিয়াজোঁ অফিসার নাজমুল ইসলাম। তিনি জানান,আজ সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিন সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে যাবে।
এদিকে প্রথমবার সমুদ্র শহর কক্সবাজার আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি আসার খবরে ক্রীড়া প্রেমি ও স্থানীয়দের মাঝে উৎসব বিরাজ করছে। কক্সবাজার শহরের ক্রিকেটপ্রেমি সাগর বলেন, কক্সবাজার প্রথমবারের মত আন্তর্জাতিক কোন ট্রফি আসছে। এটি কক্সবাজার পর্যটন খাতকে যেমন প্রমোট করবে তেমনি গর্বের বিষয়ও। আরেক বাসিন্দা বলেন, বাস্তবে যে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি বাস্তবে দেখতে পাবো সেটি কোনদিন কল্পনা করেনি। আগামীকালের জন্য অপেক্ষা করছি।
আরও পড়ুন
তবে ট্রফি প্রদর্শনী ও নিরাপত্তা ইস্যুতে স্থানীয় প্রশাসনের বদলে কাজ করছে বিসিবি। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে কোন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। পুরো বিষয়টি বিসিবি দেখছে।
ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি রাখা হবে ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।
সাইদুল ইসলাম ফরহাদ/জেএ