ব্যাপারটা অনুমিতই ছিল। জোনাথন ট্রট আফগানিস্তানের কোচ হিসেবে নিজের মেয়াদ বাড়াবেন–এটায় খুব একটা বিষ্ময়ের কিছু ছিল না। তার অধীনেই আফগানিস্তান ক্রিকেট পেয়েছে নিজেদের ইতিহাসের সেরা সাফল্যগুলো। ২০২৩ বিশ্বকাপে হারিয়েছে তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে সেমিফাইনাল। এমন কোচকে নিশ্চিতভাবেই হাতছাড়া করতে চায়নি আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। 

নতুন মেয়াদে ইংলিশ এই সাবেক ক্রিকেটারের সঙ্গে ১২ মাসের জন্য চুক্তি বাড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে নতুন মেয়াদের প্রথম সিরিজেই পূর্ণ দায়িত্বে থাকছে না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে পরের সিরিজে কেবল ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে তাকে। বাকি ফরম্যাটে হামিদ হাসান থাকবেন হেড কোচ এবং নওরোজ মঙ্গলকে দেখা যাবে সহকারী কোচের ভূমিকায়। 

২০২২ সালে ১৮ মাসের জন্য আফগানিস্তানের কোচ হিসেবে এসেছিলেন জোনাথন ট্রট। এরপরেই নিজেরর মেয়াদের একেবারেই শেষদিকে ২০২৩ বিশ্বকাপে বাজিমাত করেন ইংলিশ এই কোচ। চলতি বছর জানুয়ারিতে ১ বছরের জন্য চুক্তি নবায়ন করে দুই পক্ষ। এরপরেই আফগানিস্তান ক্রিকেটে আসে ইতিহাসের সেরা বছর। 

২০২৪ সালে প্রথমবার কোনো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। যে যাত্রায় তারা হারিয়েছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে। এরপরেই ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় করেছে দেশটি। সবমিলিয়ে ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে ম্যাচের মধ্যে ১৪ ওয়ানডে এবং ৪৪ টি-টোয়েন্টির মধ্যে ২০ ম্যাচে জয় পেয়েছে। 

নতুন মেয়াদে ট্রটের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মিনি বিশ্বকাপখ্যাত এই আসরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। প্রথমবারের মতো তারা খেলবে প্রেস্টিজিয়াস এই আসরে। 

জেএ