৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ঘরোয়া ক্রিকেটে নতুন এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট যুক্ত করার কথা জোরেশোরে শোনা গিয়েছিল চলতি বছরের শুরুতেই। সেটারই প্রতিফলন দেখা যাবে এবারে। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে নতুন এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট যুক্ত হচ্ছে ঘরোয়া ক্রিকেটে। টুর্নামেন্ট শুরুর আগে নানারকম আয়োজনে সবার নজর কেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খেলা দেখার ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুনত্ব। জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচগুলো সরাসরি দেখা যায় বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তবে ২০ ওভারের নতুন এই টুর্নামেন্টের খেলা দেখা যাবে টি- স্পোর্টসে।
বিজ্ঞাপন
মাঠে বসে খেলা দেখার ব্যবস্থাও থাকছে যথারীতি। টিকিটের মূল্য রাখা হয়েছে হাতের নাগালের মাঝে। গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে ৩০০ টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।
জাতীয় লিগের ৮ দলকে নিয়ে আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
আরও পড়ুন
সিলেটে টুর্নামেন্টে হলেও ঢাকাতেই এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন, ফটোসেশন সেরেছে দলগুলো। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। এবারের এনসিএল তাই বিপিএলের আগে খেলোয়াড়দের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে।
জেএ