টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। লাল বলে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে সাদা বলে মাঠে নেমেছে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং করছে বাংলাদেশ।

১০ ওভার শেষে বাংলাদেশসের সংগ্রহ ২ উইকেট হারিয়েভ ৫৮ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন মিরাজ। অপর অপরাজিত ব্যাটার তানজিদ তামিমের সংগ্রহ ২৭ রান।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি।

ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন।

এইচজেএস