নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যাণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি তারা। অপরিবর্তিত একাদশ নিয়ে ওয়েলিংটনে নামবে ইংলিশরা।

ক্রাইস্টচার্চে ৮ উইকেটের ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। ফলে সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানের লিড নিয়েছে বেন স্টোকসের দল। তাই দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

মাঠে নামার আগে ইংলিশ পেসার ক্রিস ওকস বলেছেন, 'অলি (পোপ) নিজের কাজটা করে যাচ্ছে। তাকে দলের প্রয়োজনে সরতে হচ্ছে যেটা আগেও করেছে। সে রান করে গেছে। যেকোনো পজিশনে থেকে দলের জন্য তার হাত বাড়িয়ে দেওয়া অবশ্যই ভালো। ছয় নম্বরে তার ব্যাটিং দলের জয়ে বড় অবদান রেখেছে।'

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অধারাবাহিক জ্যাক ক্রলি। তাকে নিয়ে ওকস বলেন, 'তার পরিসংখ্যান ভালো। আমরা জানি জ্যাক কী মানের ক্রিকেটার। ইনিংস ওপেন করা কঠিন কাজ। আপনি সবসময় ভালো করবেন এমন নয়। আমরা নিশ্চিত, সে ঠিকই ঘুরে দাঁড়াবে।'

ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, ⁠বেন ডাকেট,  জ্যাকব বেথেল, জো রুট, ⁠হ্যারি ব্রুক, অলি পোপ (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ⁠ব্রাইডন কার্স, শোয়েব বশির।

এইচজেএস