টানা দ্বিতীয় ‘ডাক’ মুমিনুলের, শেষ ভরসা জাকের
অসুস্থতার কারণে দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওয়ানডাউন পজিশনে ব্যাটিংয়ে নামেননি মুমিনুল হক। পরে তৃতীয় দিনে তাকে আর ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি। আজ (মঙ্গলবার) চতুর্থ দিনে টাইগারদের বড় পুঁজি পেতে তিনিই ছিলেন অন্যতম ভরসা। তবে ৪ বল খেলে টানা দ্বিতীয় ইনিংসে ডাক (শূন্য রান) নিয়ে ফিরলেন অভিজ্ঞ এই বাঁ-হাতি ব্যাটার। এতে দলীয় ২১১ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ, তাদের লিড ২২৯ রান।
৫ উইকেটে ১৯৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দেওয়ার জোরালো সম্ভাবনাও দেখা যাচ্ছিল। এরপর থেকে খেলতে নেমে ৭.৫ ওভারে আজ দিনের প্রথম উইকেট হিসেবে তাইজুল ইসলামকে হারায় বাংলাদেশ। এর আগপর্যন্ত দুই প্রান্তে থাকা জাকের আলি অনিক ও তাইজুল দুজনকেই শর্ট বাউন্সারে বেশ ভুগিয়েছেন উইন্ডিজ পেসাররা। এর মধ্যে জাকেরের হেলমেট এবং তাইজুলের হাতে ভিন্ন দুটি বল আঘাতও হানে।
বিজ্ঞাপন
ধারাবাহিক বাউন্সারেই সাফল্য পেলেন আলজারি জোসেফ। ডানহাতি এই পেসারের শর্ট বল সরে গিয়ে ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তাইজুল। তার গ্লাভস থেকে হেলমেটের গ্রিলে লেগে সেটি প্রথম স্লিপে দাঁড়ানো কাভেম হজের হাতে ধরা পড়েছে। ৫০ বলে ১৪ রানের কার্যকরী এক ইনিংস খেলে ফিরলেন তাইজুল। তখনও হয়তো টাইগারভক্তদের ভরসা ছিলেন জাকেরের অপরপ্রান্তে নামা স্বীকৃত ব্যাটার মুমিনুল। কিন্তু তিনি এবারও হতাশই করলেন।
অফ-স্টাম্পের অনেক বাইরে দিয়ে বলটা করেছিলেন কেমার রোচ। যা নির্দ্বিধায় ছেড়ে দিতে পারতেন মুমিনুল। কিন্তু ড্রাইভ করতে গিয়েই ভুলটা করলেন। ব্যাটে কোনা ঘেঁষে সেটিও গেছে প্রথম স্লিপে থাকা কাভেম হজের হাতে। প্রথম ইনিংসের পর এবারও তিনি রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। আগের ইনিংসে ডাক মেরে টেস্টে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ সংখ্যক (১৭) শূন্য রানে আউটের লজ্জার নজির গড়েন মুমিনুল। এর আগে ১৬টি ডাক নিয়ে রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২১৮ রান, প্রথম ইনিংসের ১৮ রানের লিড মিলিয়ে মোট পুঁজি ২৩৬। ক্রিজে ৪৪ রানে অপরাজিত আছেন জাকের আলি, হাসান মাহমুদ ২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন।
এএইচএস