দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পান শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে করেছেন নিজেকে প্রমাণ। প্রথম ওয়ানডে ৯৬ রানের পর শেষ ম্যাচেও করেছেন ম্যাচজয়ী ৭২ রান।

লম্বা সময় পর দলে ফিরে রান পাওয়ায় খুশি সুপ্তা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো যাচ্ছিল, ভালো হয়েছে। দলের বাইরে যখন ছিলাম, আমার রেগুলার যে রুটিন প্র্যাক্টিসের ওটা কন্টিনিউ করছিলাম। আমাদের ঘরোয়া লিগগুলোকে লক্ষ্য করে খেলছিলাম। শেষ এনসিএলটাও ভালো গেছে। আমার প্রস্তুতির মধ্যে যেটা ছিল আমার কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে, কোনটা করলে ভালো হয় এবং কোথায় খারাপ করছি; এগুলো নিয়েই আসলে কাজ করেছিলাম। জাতীয় দলে ঢুকি, পারফর্ম করেছি, ভালো লেগেছে।’

প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে না পারায় কিছুটা আক্ষেপ সুপ্তার। তিনি জানালেন, ‘প্রথম ম্যাচে সুযোগটা ছিল। প্রথম দিন আমার কাছে মনে হয়েছে উইকেটটা বেশ ভালো ছিল। ওই দিন আমাদের বোলাররা অনেক ভালো বল করেছে। আমার কাছে মনে হয়েছে দলের আড়াইশ রানের জন্য গিয়েছি, সেঞ্চুরির জন্য যাইনি। ওইটাও আমি যে বলটায় আউট হয়েছি, চুজটা ঠিক ছিল।'

'নিজের টেকনিক্যাল কারণে আউট হয়েছি। এ সিরিজে যেটা হয়েছে আমি যেটা মিস করেছি সেটা নিয়ে পরিবার থেকে শুরু করে, বন্ধু সবাই আক্ষেপ করেছে। টিমমেটরাও আক্ষেপ করেছে। আজকে যদি বলেন সুযোগ, দলের জন্য...রান কম ছিল। জানি না হতো কি না। কিন্তু চেষ্টা করেছি, হয়নি। পরের সিরিজে ইন শা আল্লাহ চেষ্টা করবো।’-যোগ করেন তিনি।

দলের একমাত্র সেঞ্চুরিয়ানকে নিয়ে সুপ্তা বলেন, ‘(ফারজানা হক) পিংকির সঙ্গে কথা হয়। সে অনেক ধৈর্যশীল মেয়ে। সে খুব ধৈর্য ধরে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন; তার অনুশীলন যে প্রসেসটা, সে খুব ধৈর্যশীল। এগুলো নিয়ে মাঝেমধ্যে কথা হয়। আর সে যে এচিভার, অলরেডি দুটো সেঞ্চুরি আছে এবং বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছে।’

এসএইচ/এইচজেএস