তামিম ইকবাল ওয়ানডে দলে অনিয়মিত হওয়ার পর থেকে সেই জায়গাটা আরেক তামিমের দখলে। তরুণ তানজিদ হাসান তামিম ইতোমধ্যেই বাংলাদেশের জার্সিতে ১৮ ওয়ানডে খেলেছেন। তবে এখনও পর্যন্ত খুব বেশি বড় ইনিংস খেলতে পারেননি। ফিফটি পেয়েছেন মাত্র ২টি।

টপ অর্ডারের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে সেটা দলের ওপর প্রভাব ফেলে। বিশেষ করে ওপেনারদের কাছ থেকে বড় রান প্রত্যাশা করে দল। কিন্তু তানজিদ তামিম সেই প্রত্যাশার পুরোটা এখনও পূরণ করতে পারেননি।

আজ সোমবার মিরপুরে গণমাধ্যমকে তামিম বলেন, ‘এখানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ বেশিরভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি, ওখান থেকে ক্যারি করতে পারিনি। এখন থেকে আমার চেষ্টা থাকবে আমি যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে কীভাবে ইনিংসটা বড় করবো।’

‘আমার ব্যাক অব দ্য মাইন্ড...একটা জিনিস আমি মনে করি এটা আসলে একটা মানসিক ব্যাপার। আমি যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি। আশা করি যে এখান থেকে আরও ভালো হওয়া সম্ভব।'

মানসিক ব্যাপারকে বড় করে জানিয়ে তামিম বলেন, ‘আসলে দেখেন আমি যেসব শট খেলে আউট হয়েছি। আমার কাছে মনে হয় মানসিক জিনিসটাই বেশি মেটার করে এখানে। আমার মতে স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে। সে জিনিসটা তো আমরা নিয়মিত কাজ করেই যাচ্ছি। এই দুইটার কম্বিনেশন যদি ভালো হয় তাহলে ইনিংসটা বড় হওয়া সম্ভব।’ 

ওয়ানডেতে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে তামিম বলেন, ‘প্রত্যাশা তো সবসময় থাকে ভালো কিছু করার। আমি মনে করি যে যদি আমরা ভালো শুরু করতে পারি। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি একটা জয় দিয়ে শুরু করতে পারি তাহলে এই ফ্লোটা সিরিজ শেষে বুঝতে পারবো কোথায় যাচ্ছে।’

‘সব সিরিজেই শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওখানে অনেকে টেস্ট খেলছে। তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। ওখানে আমাদের একটা অনুশীলন সেশন আছে, ওখানে গেলে বুঝতে পারবো কী রকম চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। এর আগেও ওখানে বিশ্বকাপ খেলেছি আমরা। ভালো করারই লক্ষ্য থাকবে। চেষ্টা করবো যেন শুরুটা ভালো করতে পারি।’

এসএইচ/এইচজেএস